ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে অস্ত্রসহ পাঁচ জলদস্যু গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জুন ২০১৭

লক্ষ্মীপুরে অস্ত্রসহ পাঁচ জলদস্যু গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৩ জুন ॥ লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ জলদস্যু কালাম বাহিনীর পাঁচ সদস্য গ্রেফতার করেছে লক্ষ্মীপুর র‌্যাব-১১ সিপিসি-৩। তাদের কাছ থেকে ৭টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২৩টি রকেট প্লেয়ার, একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করেছে। হাতিয়ার নলচরা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হাতিয়ার জলদস্যু বাহিনীর নদীর কমান্ডার হিসেবে পরিচিত জলদস্যু আমির, ভোলার বেলায়েত, রিয়াজ, কুতুবদিয়ার বাদশা বাসু, হাতিয়ার ফরহাদ। ডাকাতির প্রস্তুতিকালে এদের গ্রেফতার করা হয়। র‌্যাব ১১ নারায়ণগঞ্জের সিইও লেপ্টেনেন্ট কর্নেল কামরুল হাছান লক্ষ্মীপুরের শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার বিকেলে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের মাধ্যমে এ তথ্য জানান। ভূমিমন্ত্রীর পুত্র ২৪ দিন পর জামিনে মুক্ত নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ জুন ॥ সন্ত্রাসী হামলা ও ভাংচুর মামলায় দীর্ঘ ২৪ দিন কারাভোগের পর মঙ্গলবার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির পুত্র শিরহান শরীফ তমাল জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালত থেকে তিনি জামিন পান। কোর্ট ইন্সপেক্টর শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শিরহান শরীফ তমালের আইনজীবী আহাদ বাবু আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক তা‘ মঞ্জুর করেন। উল্লেখ্য, গেল ১৮ মে আধিপত্য বিস্তারের জের ধরে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুর এবং ছাত্রলীগ নেতা জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বাড়িতে হামলা, মারধর ও ভাংচুরের ঘটনায় ২টি মামলা হয়। ওই ২টি মামলায় ভূমিমন্ত্রীর পুত্র শিরহান শরীফ তমালসহ ১১ জনকে আটক করেছিল পুলিশ। ঝুটের ৮ গুদাম ও স’মিল ভস্মীভূত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ অগ্নিকা-ে ঝুটের আটটি গুদাম ও একটি স’মিল বিভিন্ন মালামালসহ পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনেন। জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাকির হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আব্দুল হালিম মিয়ার ঝুটের গুদামে সোমবার রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সোমবার রাতে বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্সে আগুনে ২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অগ্নিকা-ের ঘটনায় রাতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিআরটিসি মার্কেটে মেশিনারিজ, টাইলস, ইলেকট্রনিক সামগ্রী , লুবওয়েলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাত ৮টার দিকে মার্কেটি বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে হঠাৎ করে মার্কেটের নিচের তলায় ধোঁয়া ও আগুন দেখে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়া দোকানীরা আগুনের খবরে আবার মার্কেটে ছুটে আসেন। ব্যবসাীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মা মেশিনারিজ ও শুভেচ্ছা মেশিনারিজ নামে দুটি দোকানে আগুন লাগে।
×