ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চঞ্চল খানের ‘ও ভাই কানাই’

প্রকাশিত: ০৭:০২, ১৩ জুন ২০১৭

চঞ্চল খানের ‘ও ভাই কানাই’

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির গান নিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো এ্যালবাম বের করলেন শিল্পী ও গবেষক ড. চঞ্চল খান। ‘ও ভাই কানাই’ শিরোনামের এ এ্যালবামটি সম্প্রতি প্রকাশ হয়েছে সম্প্রতি জি সিরিজের ব্যানারে। এ্যালবাম প্রসঙ্গে ড. চঞ্চল খান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির গান নিয়ে এর আগে কোন কাজ হয়নি। অনেকের ধারণা রবীন্দ্রসঙ্গীত মানেই প্রেম-বিরহের গান। কিন্তু তার ভা-ারে যে অনেক হাসির গানও আছে, সেটাই তুলে ধরতেই এই এ্যালবাম। তিনি বলেন, নানা সময়ে নাটকের প্রয়োজনে বা ফরমায়েশ রক্ষা করতে কবি অনেক হাস্যরসাত্মক গান লিখেছেন, যা সচরাচর আলাদা গান হিসেবে গাওয়া হয় না বা গাওয়া যায়ও না। তাই এই গানগুলো শ্রোতাকুলের কাছে পৌঁছায় না। এই গানগুলোতে আছে অনাবিল আনন্দ আর হাস্যরস। ‘ও ভাই কানাই!’ এ্যালবামে গান আছে মোট ১৩টি। সব গানই কবিগুরুর বিভিন্ন হাসির নাটক থেকে নেয়া হয়েছে। কলকাতার জেএমবি স্টুডিওতে ধারণ করা গানগুলোর সঙ্গীতায়ন করেছেন রাহুল চট্টোপাধ্যায়। চঞ্চল খান একাধারে লেখক, গবেষক, প্রামাণ্যচিত্র নির্মাতা, সংগঠক ও শিক্ষক। দীর্ঘ চার দশক ধরে সুরের সঙ্গে তাঁর বাস, দীর্ঘদিন ধরে সুরের শিক্ষাদান করেছেন, সাংস্কৃতিক নানা কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করেছেন অথচ সঙ্গীতকে পেশা হিসেবে নেননি। কেননা সঙ্গীত তাঁর জীবিকা নয়, যাপিত জীবনের অবলম্বন; আন্দোলন-সংগ্রামের হাতিয়ার। এ পর্যন্ত একক ও মিশ্রসহ ১০টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
×