ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লন্ডন ব্রিজে হামলা ॥ আরও এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪১, ১৩ জুন ২০১৭

লন্ডন ব্রিজে হামলা ॥ আরও এক ব্যক্তি গ্রেফতার

লন্ডন ব্রিজে হামলার ঘটনায় ব্রিটিশ পুলিশ রবিবার লন্ডনের পূর্বাঞ্চল থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর এএফপির খবরে বলা হয়, সন্ত্রাসী কর্মকা-ে জড়িত এমন সন্দেহের ভিত্তিতে বার্কিংয়ের একটি ঠিকানা থেকে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। লন্ডনের দক্ষিণের একটি থানায় তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। একই অভিযোগে আটক আরও ৬ জন নিরাপত্তা হেফাজতে রয়েছে। ৩ জুন লন্ডন ব্রিজে পথচারীদের ওপর তিন সন্ত্রাসীর নির্বিচার হামলায় আটজন নিহত হয়। তারা একটি ভ্যান গাড়ি থেকে নেমে পথচারীদের বেপরোয়া ছুরিকাঘাত করলে এসব লোকের প্রাণহানি ঘটে। আফগানিস্তানে সেনা নিহত হওয়ার খবর স্বীকার যুক্তরাষ্ট্রের আফগানিস্তানে তিন মার্কিন সেনা নিহত ও এক সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। পূর্ব আফগানিস্তানে শনিবার ওই তিন মার্কিন সেনা নিহত হন বলে জানিয়েছে পেন্টাগন। আফগানিস্তানের নিরাপত্তা সূত্রগুলো অবশ্য জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন শহরে শনিবার চার মার্কিন সেনা নিহত হয়েছেন। এক আফগান সৈন্য হঠাৎ করে গুলিবর্ষণ শুরু করলে ওই চার মার্কিন সেনা নিহত হন। পরে মার্কিন সেনাদের গুলিতে হামলাকারী আফগান সৈন্য নিহত হয়। আফগানিস্তানের ক্ষুব্ধ সেনা ও পুলিশ সদস্যদের হাতে এ পর্যন্ত বহু মার্কিন সেনা নিহত হয়েছেন। দেশটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। -নিউজ ফাইভ প্রমোদতরী কূটনীতি চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ফাংচেনগাং বন্দর থেকে ভিয়েতনামের দা নাং ও নাহ ত্রাংয়ের মধ্যে একটি বিলাসবহুল প্রমোদতরী চালু করা হবে। প্রমোদতরীটি যাত্রা করবে ২৯ আগস্ট। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এটি কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত চলাচল করবে। -সিনহুয়া সবচেয়ে প্রাচীন ফসিল মরক্কোয় মানুষের সবচেয়ে প্রাচীন ফসিল আবিষ্কৃত হয়েছে। এর আগে আবিষ্কৃত পুরনো ফসিলটি ছিল ১ লাখ ৯৫ হাজার বছরের আগের। তবে সম্প্রতি আবিষ্কৃত এ ফসিলটি ৩ লাখ বছরের আগের বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন আদি মানুষের মুখের আকৃতি ছিল অনেকটা এখনকার মানুষের মতোই। তবে তাদের মস্তিষ্ক মৌলগতভাবেই ভিন্ন ছিল বলে বিজ্ঞানীদের অভিমত। -নিউইয়র্ক টাইমস
×