ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:০৭, ১১ জুন ২০১৭

ক্যাম্পাস সংবাদ

শিক্ষার মান্নোনয়ন শীর্ষক কর্মাশালা গুণগতমানে এগিয়ে যাবে প্রাইম ইউনিভার্সিটি। এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দীন। তিনি বলেন, ভাল বিশ্ববিদ্যালয় বলতে বিশ্ববিদ্যালয়ের গুণগতমানকেই বোঝায়। প্রতিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত গুণগতমানের দিকে নজর দেয়া। সম্প্রতি প্রাইম ইউনিভার্সিটির কেন্দ্রীয় কনফারেন্স রুমে ‘এস্টাবলিসমেন্ট অব কোয়ালিটি এসুরেন্স সেল এ্যাট প্রাইম ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান আশ্রাফ আলী বক্তব্য রাখেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটে এসুরেন্স সেলের প্রধান অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ জব্বার, প্রকৗশল অনুষদের ডিন প্রফেসর ড. আবু সালেহ আব্দুন নূর, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবদুর রহমানসহ কর্মাশালয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটেছে। এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার গুণগতমান বজায় রাখা। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত ও মানসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। ক্যাম্পাস প্রতিবেদক
×