ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিস্ময়ের নাম বাংলাদেশ, প্রশংসা বিশ্বব্যাপী

প্রকাশিত: ০৫:৫৭, ১১ জুন ২০১৭

বিস্ময়ের নাম বাংলাদেশ, প্রশংসা বিশ্বব্যাপী

মোঃ মামুন রশীদ ॥ শাবাশ বাংলাদেশ- এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। অবিশ্বাস্য এক লড়াই, খোলা দৃষ্টিতে স্বাভাবিক ঘটনাক্রম অনুসারে পরাজয়টাই নিশ্চিতভাবে ফুটে উঠেছিল। কিন্তু কার্ডিফ অন্য এক ময়দান, যেখানে ১২ বছর আগে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ও একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নির্মম পরাজয়ের মুখে পড়ে কাতরাচ্ছিল ব্যাটসম্যানরা শুক্রবার। কিন্তু সোফিয়া গার্ডেন অস্বাভাবিক ঘটনার সাক্ষী হলো। বিচিত্র সেই ঘটনার জন্ম দিলেন তিন ফরমেটের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে সোফিয়া গার্ডেনে ৪২ ওয়ানডের ইতিহাসে প্রথম দুই শতাধিক রানের জুটি গড়লেন। তাদের ২২৪ রানের জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পঞ্চম উইকেটের রেকর্ড, সেটা গড়ে দলকে বিস্ময়কর জয় পাইয়ে দিয়েছেন তারা। আর সে কারণেই আশ্চর্য হয়ে গেছেন বিশ্বের সব কিংবদন্তিরা। বিস্ময় প্রকাশের পাশাপাশি প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের এ অভাবনীয় কীর্তি গড়ে টুর্নামেন্টের আকর্ষণ, চমক সবকিছু বাড়িয়ে দেয়ার জন্য। কুমার সাঙ্গাকারা, শেন ওয়ার্ন, ব্রেন্ডন ম্যাককুলাম, শহীদ আফ্রিদি, সাকলাইন মুশতাকসহ অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দেয়ালে ঠেকলে পিঠ লড়াই করাটাই জীবন এবং বীরত্বের। হার কিংবা জিত যেটাই হোক না কেন শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টায় সংগ্রাম চালিয়ে যাওয়াটাই মাহাত্ম্যের। বারবার কার্ডিফ সেদিকেই বাংলাদেশ দলকে ধাবিত করেছে। কারণ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালে ওঠার জোর সম্ভাবনা থাকবে টাইগারদের। ২০০৫ সালে একবারই সোফিয়া গার্ডেনে খেলে অসিদের হারিয়েছিল বাংলাদেশ। এবার দুর্দান্ত বোলিংয়ে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৬৫ রানের মধ্যে আটকে রাখে টাইগাররা। কিন্তু মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়টাকে মূর্তিমান আতঙ্করূপে দাঁড়িয়ে থাকতে দেখেছিল বাংলাদেশ। এরপরই অবিশ্বাস্য, অতিকল্পনীয় ২২৪ রানের অভূতপূর্ব ঘটনার জন্ম দিলেন সাকিব-মাহমুদুল্লাহ। উভয়ে করেন সেঞ্চুরি। ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ দল। ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচিয়ে ফিনিক্স পাখির মতো রঙিন স্বপ্নময় এক ঘটনার জন্ম দিয়েছে টাইগাররা। চোখ কপালে তুলেছেন এটি দেখে সাবেক কিংবদন্তিরা। এবার টুর্নামেন্টে বাংলাদেশ দলকে ভয়ানক ভাবা হলেও প্রথম দুই ম্যাচের পর সবাই ভুলে গিয়েছিলেন মাশরাফিদের। কিন্তু যেমনটা কখনও ঘটেনি, তেমন একটি ঘটনার জন্ম দিয়ে জেতার পর সবার নজর কেড়ে নিয়েছে টাইগাররা। পাকিস্তানী অলরাউন্ডার আফ্রিদি টুইটারে বলেন, ‘দারুণ লড়াই করে ফিরে এসেছে বাংলাদেশ এবং মাহমুদুল্লাহ ও সাকিবের অসাধারণ জুটি। আসলেই চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও বেঁচে আছে।’ জ্বালাটা নিউজিল্যান্ডেরই বেশি। ১৯৯০ সালে শারজায় প্রথমবার কিউইদের বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ দল। দেশের মাটিতে এখন অহরহ কিউইদের হারালেও গত ২৫৭ বছরে দেশের বাইরে একটিও জিততে পারেনি। কিন্তু মাত্র ১৬ দিনে টানা দুইবার তাদের পরাস্ত করেছে টাইগাররা। আর এ পরাজয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে কিউইরা। এ বিষয়ে সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম বলেন, ‘শাবাশ বাংলাদেশ। কঠিন চাপে পড়েও সাহসিকতার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য আমার দলের। এমনটা যেন আর না হয়।’ কিংবদন্তি লেগস্পিনার ওয়ার্ন সবচেয়ে মজাদার কথাগুলো বলে ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রাখেন। বাংলাদেশ জেতার পর এখন তার দল অস্ট্রেলিয়াকেও জিততে হবে সেমি নিশ্চিতের জন্য। ওয়ার্ন বলেন, ‘অভিনন্দন পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গত কয়েকদিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের জয়ের জন্য। কি অসাধারণ টুর্নামেন্ট। আগামীকাল (শনিবার) জেগে ওঠো অস্ট্রেলিয়া।’ বাংলাদেশ দলের স্পিন উপদেষ্টা হিসেবে বেশ কয়েক দফায় খ-কালীন কাজ করেছিলেন কিংবদন্তি পাক অফস্পিনার সাকলাইন মুশতাক। তিনিও প্রশংসা করলেন বাংলাদেশ দলের, ‘দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে বেশ পরিচিত। কারণ গত বছরও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলে গেছেন। তিনি বলেন, ‘অসাধারণ প্রচেষ্টা বাংলাদেশের। দারুণ ব্যাটিং করেছে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। দুর্দান্ত লড়াই ও কর্মশক্তির পরিচয় দিয়েছে তারা।’ বাংলাদেশের প্রশংসা করার কারণে চাকরি নিয়েই ঝামেলা পোহাতে হয়েছিল জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে। কিন্তু তিনি এরপরও চুপ থাকতে পারেননি, বলেছেন, ‘স্বাগতিকরা যখন আগে ব্যাটিংয়ে এসেছিল ভেবেছিলাম আজ বাংলাদেশ শেষ। তাদের শুরুতেই কিছু উইকেটও পড়েছিল। কিন্তু কিভাবে যে তারা ফিরে আসল।’ ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের গুণমুগ্ধ। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কটাক্ষ করা সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘কি দারুণ লড়াই বাংলাদেশের। আরও কিছু ডিম পড়লো মাইকেল ভনের মুখে।’ তবে আরেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে ব্যাপক জনপ্রিয় বিশ্বব্যাপী। বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, ‘পরাক্রমশালী বাংলাদেশ ছিটকে বের করে দিল নিউজিল্যান্ডকে।’ এভাবেই বন্দনা চলছে বাংলাদেশ দলের। বিশ্বব্যাপী প্রশংসা করছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
×