ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী তিন কন্যাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৬:১৭, ১০ জুন ২০১৭

বাংলাদেশী তিন কন্যাকে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশেষ প্রতিনিধি ॥ ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ‘তিন কন্যা’ টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হককে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পৃথক অভিনন্দন বার্তায় তারা তিন কন্যাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি এক বার্তায় বাংলাদেশী তিন নারীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এ বিজয়ের মাধ্যমে তারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আব্দুল হামিদ জীবনের সর্বক্ষেত্রে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনর্নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, তারা যে বিজয়ের মুকুট অর্জন করেছে তার আলোর বর্ণালী সর্বত্র ছড়িয়ে পড়বে। প্রসঙ্গত, বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবার্ন আসনে ১৫,৫৬০ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। টিউলিপ পেয়েছেন ৩৪,৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেইরি লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮,৯০৪ ভোট। বাংলাদেশী বংশোদ্ভূত অপর দুই নারী প্রার্থী রুশনারা আলী এবং ড. রূপা হক উভয়ই লেবার পার্টি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তারা যথাক্রমে বেথনাল গ্রীন ও বো এবং এ্যাইলিং সেন্ট্রাল এ্যান্ড এক্টন আসন থেকে নির্বাচিত হয়েছেন। এদিকে জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে তিন বাঙালী নারী পুনর্নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় স্পীকার বলেন, জাতির পিতার নাতনি টিউলিপ সিদ্দিকীর জয়লাভ বাঙালী জাতির জন্য বিশেষ গর্বের ও অহঙ্কারের। এছাড়া রূপা হক ও রুশনারা আলীর জয়লাভও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও বেশি উজ্জ্বল হয়েছে। এ তিন বাঙালী নারী পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ তাদের নিয়ে গর্ব করতে পারে বলেও তিনি জানান। স্পীকার আরও বলেন, নির্বাচিত তিন বাঙালী নারী যুক্তরাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় করবে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত তিন বাঙালী নারী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক এবং ড. রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় বিশ্বের কাছে সামগ্রিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে। এ বিজয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালীর মধ্যে এক নবতর অনুপ্রেরণার সৃষ্টি করবে। বিশ্ব নেতৃত্বে শান্তির অগ্রদূত শেখ হাসিনার অব্যাহত সাফল্যের ধারাবাহিকতা এবং যুক্তরাজ্যের গণতন্ত্রে তিন বাঙালী কন্যার ঐতিহাসিক বিজয় বাঙালীর বিশ্বজয়ের অভিযাত্রায় অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তিন বাঙালী নারীর ঐতিহাসিক এ বিজয় বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণকে আরও উৎসাহিত এবং শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতি প্রতিষ্ঠায় নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ত্বরান্বিত করবে। যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্ন, এ্যাইলিং সেন্ট্রাল এ্যান্ড এ্যাক্টন, বেথনাল গ্রীন এ্যান্ড বো আসনে তিন বাঙালী কন্যাকে পুনরায় নির্বাচিত করায় এসব আসনের সকল ভোটার এবং যুক্তরাজ্যে বসবাসরত সকল বাঙালীকে অভিনন্দন জানান তিনি।
×