ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১২, ১০ জুন ২০১৭

টুকরো খবর

বাগেরহাটে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়ম স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে স্বাধীনতাবিরোধীদের নাম অন্তর্ভুক্ত করাসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। আসল মুক্তিযোদ্ধাদের নাম বাদ রেখে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মুক্তিযোদ্ধারা। দ্রুত ভুয়া ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেয়ার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। জানা গেছে, নীতিমালা-বহির্ভূতভাবে নতুন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এলাকার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যাচাই-বাছাই করার কথা নীতিমালায় উল্লেখ থাকলেও তা করা হয়নি। যাচাই-বাছাই কমিটির কতিপয় ব্যক্তি অনিয়ম করে স্বাধীনতাবিরোধী পরিবারের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানান। যাদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি আজ তাদের নাম যদি মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পায়, তার চেয়ে অপমানের কিছু নেই। তালিকায় অনেকের নাম এসছে যারা স্বাধীনতাবিরোধী এবং ভুয়া মুক্তিযোদ্ধা বলে তারা উল্লেখ করেন। ভুয়া লোকদের তালিকা থেকে বাদ দেয়ার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উপজেলার কলাতলা ইউনিয়নের অতুলনগর গ্রামের দেবেন্দ্র নাথ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতে ট্রেনিং নিয়ে দেশে ফিরে কর্নেল ওসমান গণির অধীনে যুদ্ধ করেছি। এছাড়া ৪ খানা মুক্তিযুদ্ধের সনদ থাকা সত্ত্বেও নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। যাচাই-বাছাই কমিটির এক সদস্য তার কাছে ১ লাখ টাকা দাবি করলে এ টাকা দিতে না পারায় তাকে তালিকা থেকে বাদ দেয়া হয় বলে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে গেলে পর পর তিনদিন অফিস থেকে অপমান করে বের করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবর রহমান দাবি করেন, যথাযথ নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করা হয়নি। সকলের উপস্থিতিতে তালিকা চূড়ান্ত করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, সঠিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এখানে অভিযোগ তোলার কোন সুযোগ নেই। ভুয়া কোন নাম তালিকায় দেয়া হয়নি। ট্রেনের ধাক্কায় ভটভটি চালক নিহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এজাজুল হক (৩০) নামের এক ভটভটি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভটভটিও দ্বিখ-িত হয়ে যায়। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি চালকের বাড়ি গাইবান্ধা জেলায়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানান, সকালে ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ নামের ট্রেনটি রাজশাহী থেকে খুলনা যাচ্ছিল। ভরুয়াপাড়া এলাকায় ভটভটি চালক ট্রেনটি খেয়াল না করেই রেলক্রসিংয়ে লাইনের ওপর উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই মারা যান এজাজুল হক নামের ওই ভটভটি চালক। কচুয়ায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৪ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৯ জুন ॥ কচুয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার পুর্বসহদেবপুর ইউনিয়নের পালাখাল এলাকায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্র উদ্বোধনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বক্তব্য দিতে গেলে পুর্বসহদেবপুর ইউনিয়নের সভাপতি নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ডাঃ মাসুদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি অহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সদস্য স্বপন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এমরান আহত হয়। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশু উদ্ধার ॥ পাচারকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ জুন ॥ পাচারকারীর হাত থেকে সুমন ফরাজী (৯) নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গাবালী-ঢাকাগামী অথৈ-২ নামের একটি দোতলা লঞ্চ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় আজাদ মুন্সী (৩৫) নামের এক পাচারকারী গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবার নাম কালু ফরাজী। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মোতাহারের মুজিদনগর গ্রামে। জানা গেছে, ঘটনার দিন শিশুটি দশমিনা উপজেলার চর শাহজালাল অবস্থান করছিল। সেখান থেকে আজাদ মুন্সী শিশুটিকে পাচারের উদ্দেশে ফুঁসলিয়ে ওই উপজেলার হাজিরহাট লঞ্চ ঘাট নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে রাঙ্গাবালী-ঢাকাগামী অথৈ-২ নামের একটি দোতলা লঞ্চে তোলা হয়। এরপর রুটির সঙ্গে চেতনানাশক ওষুধ দিয়ে শিশুটিকে ঘুম পারিয়ে রাখা হয়। আলআমিন নামের ওই লঞ্চের এক যাত্রী এ বিষয়টি টের পেয়ে লঞ্চ সুপারভাইজারকে অবহিত করেন। ফেনসিডিলসহ গ্রেফতার ১ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জুন ॥ শুক্রবার ভোরে নিয়ামতপুরে ১৩২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মুন্দিখৈর গ্রাম থেকে পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় ১৩২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা শিবগঞ্জ উপজেলার বড় টাপ্পু গ্রামের কায়েস মোড়লের ছেলে জিয়ারুল হক।
×