ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মোদি-নেওয়াজের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ০৪:০৫, ১০ জুন ২০১৭

মোদি-নেওয়াজের শুভেচ্ছা বিনিময়

কাশ্মীর ইস্যু নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা থাকার পরেও ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী কাজাখস্তানে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকালে সাক্ষাত করেছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আস্তানাতে বৃহস্পতিবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন কর্তৃক অয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ পরস্পর কুশল বিনিময় ও হাত মিলান। এর আগে উভয় প্রধানমন্ত্রী ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে ক্লাইমেন্ট চেঞ্জ সম্মেলনে ও পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীর পাকিস্তানে অপ্রত্যাশিত সফরকালে দুই দফা তাদের সাক্ষাত হয়েছিল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, নেওয়াজ শরীফের বাইপাস সার্জারির পরবর্তী প্রথম সাক্ষাত। এ সময় মোদি পাক প্রধানমন্ত্রী শরীফের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন। নাম প্রকাশে অনিচ্ছুুক ভারতীয় কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি এ সময় নেওয়াজ শরীফের পরিবার ও তার মায়ের খবর নেন।’ ভারতীয় প্রধানমন্ত্রী মোদির পাকিস্তান ভ্রমণের কিছু পরেই জানুয়ারি ২০১৬ ভারতের পাঠানকোটে সেনা ছাউনীতে পাকিস্তানী সমর্থনপুষ্ট জঙ্গী গ্রুপ হামলা চালিয়ে ৬ ভারতীয় সেনাকে হত্যা করে। আসন হারালেন স্কটল্যান্ডের জাতীয়তাবাদী নেতা স্যামন্ড বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে স্কটল্যান্ডের জাতীয়তাবাদী নেতা সাবেক ফার্স্ট মিনিস্টার এ্যালেক্স স্যামন্ড কনজারভেটিভ প্রধানমন্ত্রী টেরেসা মে’র দলের এক সদস্যের কাছে তার সংসদীয় আসন হারিয়েছেন। স্যামন্ড গর্ডনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্কটল্যান্ডের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটে স্যামন্ড বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেন। -এএফপি
×