ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি

প্রকাশিত: ০৬:৪২, ৯ জুন ২০১৭

জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি

মধ্যরাত। নয় বছরের ওয়াহিব লুকিয়ে আছে মেলিলা বন্দরের এক প্রতিবন্ধক বা বেড়ার আড়ালে। মেলিলা হচ্ছে মরক্কোর ভূমধ্যসাগরীয় উপকূলে এক ক্ষুদ্র স্প্যানিশ ভূখ-। অন্যান্য পথশিশুর মতো ওয়াহিবও ইউরোপের মূল খ-ে পৌঁছানোর জন্য চেষ্টার কোন ত্রুটি রাখছে না। তারা প্রস্তুত প্রতিটি ঝুঁকি গ্রহণে। বন্দরে প্রবেশে প্রতিবন্ধকের গায়ে লেখা, ‘প্রবেশাধিকার নেই, পড়ে যাওয়ার বিপদ রয়েছে।’ কিন্তু ছেলেরা প্রতি রাতে প্রতিবন্ধকের ওপর উঠে ঝুঁকির সম্মুখীন হয়। তারা নিরাপত্তা বাহিনী ও প্রহরারত কুকুরগুলোর সঙ্গে শুরু করে বিপজ্জনক লুকোচুরি খেলা। ‘এর মানে তারা লুকিয়ে আশ্রয় নেয় কোন নৌকোয়। তারা এমনভাবে থাকে যেন তাদের হৃৎস্পন্দন শুনতে না পায় কুকুরগুলো।’ বলেছেন হারাজা সমিতি স্বেচ্ছাসেবক সারা উলশিনা। এ সমিতি এ অপ্রাপ্ত বয়স্কদের সহযোগিতা করার চেষ্টা করে। মাদ্রিদের কামিলাস পাল্টিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়, ওয়াহিব ৫০ থেকে ১০০ শিশুর মধ্যে একজন। এদের বেশিরভাগই মরক্কোর। তারা নৌকোয় ওঠার আশা নিয়ে লুকিয়ে চলে আসে এ স্পেনীয় শহরে। তারা ঘুমোয় এখানে রাস্তায়। কিন্তু ইউরোপের পথ মায়াময়, প্রতিবন্ধকের শীর্ষে, কেউবা বন্দরে নেমে পড়ে দড়ি বেয়ে। আবার অন্যান্যরা স্পেনের মূল ভূখ-ের যাওয়ার ফেরিতে ওঠার জন্য অপেক্ষমাণ ট্রাকগুলোর লুকানো অংশে উঠে লুকিয়ে রাখে নিজেদের। ভূমধ্যসাগর পাড়ি দেয়ার জন্য তারা কার্গোর মধ্যেও লুকিয়ে থাকে এবং নোঙ্গর বাঁধার দড়ির সাহায্য নিয়ে ফেরিতে উঠে যায় একসময়। ঠিক কত সংখ্যক কিশোর অবৈধভাবে মেলিনা থেকে ইউরোপের মূল ভূখ-ে পাড়ি জমায় সে হিসাব নেই। ওয়াহিব শেষ ব্যর্থ হয়েছিল গত পদক্ষেপে এবং দুর্ঘটনায় পড়ে বেশ আহত হয়েছিল পিঠ ও মাথায়। স্থানীয় সংবাদমাধ্যমে বলেছে, মেলিনায় ২০১৫ ও ২০১৬-য়ে এ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণে অন্তত ৪ বালক নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন ছিল মরক্কোর। তারা একটি নৌকোয় ওঠার চেষ্টা করতে গিয়ে ডুবে প্রাণ হারায়। ওলসিনা এমন এক দলশিশুর কথা উল্লেখ করছেন যারা গত বছর রাস্তায় ঘুমাত। তিনি বলেন, এদের মধ্যে সবকনিষ্ঠ শিশুর বয়স ৭ বছর এবং জ্যেষ্ঠটির বয়স ১০ বছর। কোন কোন শিশু ভূমধ্যসাগরের দিকে ভূমধ্যসাগরমুখী প্রবেশ কষ্টকর গুহাগুলোতে থাকে। তারা বিপজ্জনকভাবে এই গুহাগুলোতে পৌঁছে, ঘুমায় তারা বসে যাওয়া কার্ড বোর্ড বাক্সের ওপর। অনেকে রাত কাটায় সেতুর নিচে নোংরা স্থানে বা রাস্তায় বেঞ্চগুলোতে। বিলানের মুখম-ল বেশ হাস্যোজ্জ্বল। তার গায়ে ঘামে ভেজা নোংরা শার্ট। এ সপ্তাহে সে পদক্ষেপ নিয়েছে তিনবার। সে জানায়, তার বড়ো ভাই সাগর পাড়ি দিয়ে স্পেনের মূল ভূমিতে পৌঁছেছে। যে মরক্কোয় ফেজ শহর থেকে মেলিলায় পৌঁছে জানুয়ারিতে। সে পালিয়ে যাওয়ার আসে মাত্র চারদিন অবস্থান করেছে অপ্রাপ্ত বয়স্কদের একটি অভ্যর্থনা কেন্দ্রে। স্থানীয় অভিবাসন অধিকার গ্রুপ প্রোদিনের সভাপতি জোস প্যালাজোন বলেছেন, আমরা বুঝতে পারছি না, স্পেনের মতো একটি দেশের সরকার কীভাবে এরকম হতে দিচ্ছে। তিনি উল্লেখ করেন, এ শিশুদের দুঃখ হচ্ছে, তারা একটি গ্রুপের শিকার যে গ্রুপ নিয়ন্ত্রণ করে রাস্তায় অনেককে। মেলিনা ও এর সিস্টার সিটি সিউটার অবস্থান উপকূল বরাবর প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উত্তর-পশ্চিমে। -এএফপি
×