ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৩:৫০, ৯ জুন ২০১৭

নওগাঁয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ জুন ॥ বুধবার রাত সোয়া ১২টার দিকে নওগাঁর মান্দায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত ও ১ জন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় এক এসআইসহ দুই পুলিশ আহত হয়েছে। মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত ডাকাতদের একজনের নাম মোজাম্মেল হক (৩৫) ও অপরজন সুজন (৩০)। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে। জানা গেছে, নিহত মোজাম্মেল হক চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা গ্রামের আজাদ ডাকাতের পুত্র ও অপর ডাকাত দড়িখরবোনা গ্রেটার রোড রাজশাহীর নজরুল ইসলামের ছেলে সুজন। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুর সাহানাপাড়া গ্রামের ছাদের আলীর ছেলে ইমরান আলী ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার বদলপুর গ্রামের জবুলের ছেলে জামরুলকে আটক করা হয়েছে। ডাকাতদের সঙ্গে গুলি বিনিময়ের সময় নিয়ামতপুর থানার এসআই লালবুর রহমান ও কনস্টেবল হারুন অর রশিদ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র ও ডাকাতদের বাহন একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। চাঁদা না দেয়ায় কলেজ ছাত্রের নামে মামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রভাবশালীর ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বরিশাল সরকারী হাতেম আলী কলেজের ছাত্র আল-আমিন হাওলাদার। মিথ্যে মামলার খ—গ মাথায় নিয়ে পুলিশের গ্রেফতার আতঙ্কে দুইটি পরীক্ষায় অংশগ্রহণের পর আল-আমিন এখন পালিয়ে বেড়াচ্ছে। গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের আল-আমিনের মা পারভীন বেগম জানান, তার ছেলে সরকারী হাতেম আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইন-কোর্স পরীক্ষার্থী। দুইটি পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে। সম্প্রতি একই গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় কতিপয় ব্যক্তি আল-আমিনকে দায়ী করে। পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য প্রভাবশালী জামাল হাওলাদার, মিলন সরদার, সুজন হাওলাদারসহ কতিপয় ব্যক্তি তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করায় প্রভাবশালীরা স্কুলছাত্রীর বড় বোনকে দিয়ে একই বাড়ির মহিউদ্দিন হাওলাদারের সহযোগিতায় আল-আমিন ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে মামলা দায়ের করানো হয়। পারভীন প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেন। ওই স্কুলছাত্রীর সহপাঠীরা জানায়, পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের নয়ন বেপারির প্রেমের সম্পর্ক চলছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় একান্তে ঘুরেও বেড়িয়েছে।
×