ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যৌতুকের টাকা না পেয়ে দুবাই ফেরত স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:৫৭, ৮ জুন ২০১৭

যৌতুকের টাকা না পেয়ে দুবাই ফেরত স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে যৌতুকের টাকা না পেয়ে দুবাই ফেরত স্ত্রীকে পিটিয়ে হত্যা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে জেল জরিমানার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাজধানীর দারুস সালাম আনন্দনগর এলাকায় স্ত্রী হাসি ওরফে প্রিয়াকে (৩৫) মারধর করে স্বামী দেলোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। নিহতের ভাই আবদুল বাতেন জানান, প্রিয়া দারুস সালাম থানাধীন লালকুঠি তৃতীয় কলোনি এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। সংসারে অভাব দূর করতে প্রিয়া কয়েক বছর আগে দুবাই গিয়েছিলেন। প্রিয়া তার স্বামীর কাছে টাকা পাঠাতো। কিন্তু দেলোয়ার মাঝেমধ্যেই বাড়তি টাকা দাবি করত। না দিতে পারলে মোবাইলে প্রিয়াকে বকাবকি করত। দেলোয়ারের কারণে বিদেশে থাকতে না পেরে ৪ মাস আগে ঢাকায় এসে আনন্দনগরে মায়ের বাসায় বসবাস শুরু করে। বৃহস্পতিবার দেলোয়ার ওই বাসায় গিয়ে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে কিল ঘুষি ও লাথি মেরে পালিয়ে যায় দেলোয়ার। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ার মৃত্যু হয়। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম জানান, এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘাতক স্বামী দেলোয়ারকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাজধানীতে পৃথক অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, বুধবার কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে নোংরা পরিবেশ, পচা-বাসি খাবার বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে চারুলতা রেস্টুরেন্টকে ২ লাখ টাকা, একই অপরাধে ক্যাফে সুরমা হোটেলকে ১ লাখ টাকা এবং বিএসটিআইর অনুমোদন ছাড়া শ্যাম্পু বাজারজাত করায় সজিব জেনারেল স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান রুবেল জানান, মঙ্গলবার উত্তরার সেক্টর-৯ এ অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন ছাড়া খাবার বিক্রি করায় ‘প্রোফাইল কফি ফাস্ট ফুড’ এর ব্যবস্থাপক আহসান উল্লাহকে ২ লাখ টাকা, একই অপরাধে ‘আল্লাহর দান জেনারেল স্টোর’ এর ব্যবস্থাপক মিজানকে ৫ হাজার টাকা, পাটোয়ারী স্টোরের ব্যবস্থাপক বিপ্লবকে ৬ হাজার টাকা, আলামিন স্টোরের ব্যবস্থাপক আকরামুলকে ৬ হাজার টাকা এবং কামাল মাংস বিতানের ব্যবস্থাপক রুস্তমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং মাসুদ আলী বেগ।
×