ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্যটন খাতে আয় সাড়ে ৬ হাজার কোটি

প্রকাশিত: ০৪:৪৪, ৮ জুন ২০১৭

পর্যটন খাতে আয় সাড়ে ৬ হাজার কোটি

সংসদ রিপোর্টার ॥ পর্যটন খাতে গত আট বছরে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা আয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, ২০১৬ সালে পর্যটন খাত থেকে ৮০৭ কোটি, ২০১৫ সালে এক হাজার ১৩৬ কোটি ৯১ লাখ টাকা, ২০১৪ সালে এক হাজার ২২৭ কোটি ৩০ লাখ, ২০১৩ সালে ৯৪৯ কোটি ৫৬ লাখ টাকা, ২০১২ সালে ৮২৫ কোটি ৪০ লাখ টাকা, ২০১১ সালে ৬২০ কোটি ১৬ লাখ টাকা, ২০১০ সালে ৫৫৬ কোটি ২৯ লাখ টাকা এবং ২০০৯ সালে ৫৭৬ কোটি ২২ লাখ টাকা আয় হয়েছে। সরকারী দলের এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, আগে কয়েক বছর ধারাবাহিকভাবে বাংলাদেশ বিমান লোকসান করলেও গত দুই অর্থবছরে বিমান লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। গেরিলা বাহিনী সদস্যদের ভাতা সরকারী দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মুুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর গেজেট সংক্রান্ত মামলায় আদালত রায় প্রদান করেছে। যত কষ্ট থাকুক হাসি মুখে রোগীদের সেবা দিতে হবে ॥ ডাঃ কামরুল নতুন নার্সদের সঙ্গে মতবিনিময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, নার্সিং একটি সম্মানিত ও মহৎ পেশা। তিনি বলেন, নার্সদের যত কষ্ট থাকুক, হাসিমুখে রোগীদের সেবা দিতে হবে। নিজ হাতে ওষুধ খাওয়াতে হবে এবং আলাদাভাবে কমপক্ষে দিনে ৩ বার রোগীরা কেমন আছেন সে বিষয়ে খোঁজ-খবর নিতে হবে। তাঁর মতে, বর্তমান প্রশাসন উন্নত নার্সিং সেবাসহ উন্নত চিকিৎসাসেবার উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ বজায় রাখা, কারও সঙ্গে খারাপ ব্যবহার না করাসহ চেন অব কমান্ড মেনে চলে সম্মিলিতভাবে বিএসএমএসইউকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। উপাচার্য আরও বলেন, নার্স নিয়োগ নিয়ে বর্তমান প্রশাসনের উপর কলঙ্কের ছাপ দেয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু নার্স নিয়োগের বিষয়ে সিন্ডিকেটের মাধ্যমে গঠিত অনুসন্ধান কমিটি কোন অনিয়ম খুঁজে পায়নি। এ থেকেই প্রমাণিত হয়, বর্তমান প্রশাসন কোন ধরনের অন্যায় ও অনিয়মকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না। -বিজ্ঞপ্তি
×