ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ৮ জুন ২০১৭

টুকরো খবর

ফেসবুকে কটূক্তিকারী গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহম্মদ (স.)কে নিয়ে কটূক্তিকারী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে আটক করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় জৈন্তাপুর থানার লালাখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এএসপি সুজ্ঞান চাকমা জানান, রাকেশ রায়কে গ্রেফতারের পর জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালতের বিচারক খায়রুল আমিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, গত সপ্তাহ থেকে মুহম্মদ (সা.)কে নিয়ে রাকেশের কটূক্তিপূর্ণ বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রতিবাদের ঝড় ওঠে জকিগঞ্জসহ সর্বত্র। রাকেশ রায়কে গ্রেফতারের দাবিতে জকিগঞ্জ উপজেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মৎস্যজীবীদের স্মারকলিপি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রজনন মৌসুমের ইলিশ ধরা বন্ধের সময়সীমা কমানোর দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। বুধবার চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে এ দাবিসহ মোট ৭টি দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন।’ সংগঠনটির আহ্বানে এর আগে লালদীঘি মাঠে সমবেত হন নারী-পুরুষ নির্বিশেষে জেলে সম্প্রদায়ের কয়েক শ’ মানুষ। সেখান থেকে তারা যান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে। সংক্ষিপ্ত এক সমাবেশে ফেডারেশনের নেতারা তাদের জীবন-জীবিকার কঠিন সংগ্রাম এবং আকুতির কথা তুলে ধরেন। তারা বলেন, যখন তখন তাদের মৎস্যজাল জব্দ এবং উচ্ছেদের মাধ্যমে জেলে সম্প্রদায়কে মানবেতর জীবনের দিকে ঠেলে দেয়া হচ্ছে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধের যে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে তাও অনেক দীর্ঘ বলে মন্তব্য করে তারা মৎস্যজীবীদের রক্ষায় মানবিক পদক্ষেপের আহ্বান জানান। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি তুলে দেয়া হয় চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীর হাতে। স্মারকলিপিতে মোট সাতদফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ইলিশজাল ও বিহিন্দীজাল নিষিদ্ধের আইন পরিবর্তন ও সংশোধন করা, খুঁটিজাল বসানোর বিরুদ্ধে যে আইন তা পরিবর্তন করা, ইলিশ ধরা বন্ধ রাখার সময় কমানো, উপকূলীয় জলদাস জনগোষ্ঠীর মাছ ধরা নিয়ে কোন আইন প্রণয়নের পূর্বে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা, জলদস্যুদের হাত থেকে জেলেদের রক্ষায় কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা, সরকারীভাবে নিবন্ধিত জেলেদের জন্য জীবন বীমার ব্যবস্থা করা এবং প্রত্যেক গ্রামের নির্দিষ্ট বোট রাখার জন্য স্থানের ব্যবস্থা করা। সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি লিটন দাস এবং সাধারণ সম্পাদক হরিদাস। জমি নিয়ে বিরোধে ৪ বাড়ি ভাংচুর স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ৪ বসতবাড়ি ভাংচুর লুটপাট ও সংঘর্ষে নারীসহ আহত হয়েছে ৩ জন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ জমর আলী, আহম্মাদ আলী ও আনিছুর রহমান নামে ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, বাগুয়ারচর গ্রামের সামসুল হক দীর্ঘদিন থেকে তার ভোগদখলীয় জমিতে তিন ছেলেসহ বসতবাড়ি করে বসবাস করে আসছে। একই গ্রামের জমর আলী লোকজনসহ পরিকল্পিতভাবে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঐ দরিদ্র ৪টি পরিবারের ওপর হামলা চালিয়ে টিনের ঘর, গবাদিপশু, বসতবাড়িতে থাকা মালামাল লুট করে নেয়। এ সময় তাদের হামলায় ৩ জন আহত হয়। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন, সুফিয়া খাতুন, সিরাজুল ইসলাম ও সামসুল হক। ঘুষের টাকাসহ হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেফতার সংবাদদাতা, লালপুর, ৭ জুন ॥ বুধবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা মমিন আহম্মদকে ঘুষের ২৫ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুদক। জানা যায়, হিসাব রক্ষণ কর্মকর্তা মমিন আহম্মদ উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্যারালাইজড কর্মচারী কহিনূর বেগমের কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে পেনশনের টাকা দিতে রাজি হন। শর্তানুযায়ী বুধবার দুপুরের পর হিসাব রক্ষণ কর্মকর্তা কহিনূর বেগমের কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় ছদ্মবেশী দুদকের টিম হিসাব রক্ষণ কর্মকর্তাকে টাকাসহ ধরে ফেলেন। স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ জুন ॥ সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িত একই ইউনিয়নের দয়ারামপুর গ্রামের নাসির শেখকে আটক করে গণপিটুনি দিয়ে ওই ছাত্রীর স্কুলের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কাছে সোপর্দ করে। কিন্তু বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আগামী শনিবার এ ব্যাপারে সালিশ বৈঠক আহ্বানের কথা বলে নাসিরকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী তার বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ওই সময় দয়ারামপুর গ্রামের নাসির ওই ছাত্রীর মুখ চেপে ধরে তাকে পাটক্ষেতের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পশুর নদীতে ডুবন্ত কার্গো উদ্ধার শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় ৮২৫ টন সিমেন্ট তৈরির কাঁচামালসহ ডুবে যাওয়া ‘এমভি শোভা’ কার্গোটির উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার দু’দিন পর বুধবার সকালে পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ডুবন্ত এ কার্গোটি উদ্ধারের কাজ শুরু হয়। উদ্ধার কাজে চট্টগ্রাম ও মোংলার ২৫ ডুবুরি অংশ নিচ্ছেন। নদীতে পানির স্রোতে ও গভীরতা মাথায় রেখে এটি দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। মেধাবী রহিমার দায়িত্ব নিলেন ডিসি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক সহযোগিতা করা হয়েছে অনিশ্চয়তায় পড়া দরিদ্র এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্রী রহিমা খাতুনকে। বুধবার দুপুরে রহিমাখাতুন ও তার বাবা হাওয়াই মিঠাই ও কটকটি বিক্রেতা আব্দুর রহমানের হাতে কলেজে ভর্তি ও কলেজ পোশাকের জন্য সদর উপজেলা পরিষদে ইউএনও শেখ মুহাঃ বেলায়েত হোসেন ৪ হাজার টাকা প্রদান করে। পাশাপাশি জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম দরিদ্র মেধাবী রহিমার এইচএসসিতে পড়াশোনাকালীন প্রতিমাসে দুই হাজার করে টাকা খরচ বহন করার ঘোষণা দিয়েছেন। রহিমা খাতুনকে নিয়ে দৈনিক জনকণ্ঠে ৯ মে “গোলেন্ড প্রাপ্ত রহিমার স্বপ্ন পূরণ হবে?” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে রহিমার লেখাপড়ার খরচ বহনের দায়িত্ব নিলেন ডিসি। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের দাতারাম সড়ক এলাকা থেকে একটি ওয়ান শূটারগানসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার সৈয়দ ওরফে সাঈদ (৩০) ওই উপজেলার ফতেহপুর গ্রামের জনৈক মোহাম্মদ অলি আহমদের ছেলে। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, দাতারাম সড়কের একটি বাড়ির রাস্তার সংযোগস্থলে অবস্থান করে অপরাধমূলক কর্মকা- সংগঠনের জন্য অবস্থান করছিল সশস্ত্র কয়েকজন সন্ত্রাসী। এ খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওয়ান শূটারগানসহ সন্ত্রাসী সাঈদকে গ্রেফতার করে। তাকে এবং উদ্ধার করা অস্ত্রটি হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। ডিম ভেঙ্গে খামারিদের প্রতিবাদ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পোলট্রি মুরগির বাচ্চা ও খাদ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কোম্পানির বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি ও ডিম উৎপাদন বন্ধের দাবিতে নগরীর সদররোডে ডিম ভেঙ্গে ও রাস্তায় মুরগি ছেড়ে দিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বরিশাল বিভাগীয় পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের আয়োজনে বুধবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের বিভাগীয় আহ্বায়ক সাদেকুর রহমান। বাড়িতে হামলা ॥ আহত ৮ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ জুন ॥ বুধবার সকাল ১০টার দিকে টিয়াখালী গ্রামের ইউসুফ হাওলাদারের বাড়িঘরে তা-ব ও ভাংচুর চালিয়েছে অর্ধশত সশস্ত্র সন্ত্রাসী। প্রকাশ্য দিনের বেলা এমন হামলা-তা-বে গোটা মহল্লাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘরের বেড়া দরজা কুপিয়ে নষ্ট করা হয়। সন্ত্রাসীদের হামলায় আট নারী-পুরুষ আহত হয়েছে। সওজের উচ্ছেদ অভিযান স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আসন্ন ঈদে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সওজ কর্তৃপক্ষ। বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালায়। উচ্ছেদ অভিযানে প্রায় তিন শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ রয়েছে, শিমরাইল মোড়ের ফুটপাথ দখল করে রাজনৈতিক কতিপয় নেতা ও মার্কেট মালিক, প্রভাবশালীরা রাস্তার কিছু অংশে ও ফুটপাথে অবৈধভাবে দোকানপাট বসিয়ে প্রতিদিন মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। অন্যদিকে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি করেছে। জানা গেছে, বুধবার বেলা ১১টায় সওজ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় ফলের দোকান, মোবাইলের এক্সেসরিজ, ভাসমান খাবার হোটেলসহ বিভিন্ন দোকানপাট সওজের রেকার ও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। সেরা সংগঠক সম্মাননা পুরস্কার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর সংগঠকদের সমন্বয়ে ‘সেরা সংগঠক সম্মাননা পুরস্কার-২০১৬ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় খুলনা মহানগরীর আভা সেন্টারে খুলনা বিভাগের ১০ জেলার ৩১টি উপজেলায় ১৯২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর সংগঠককে ‘সেরা সংগঠক সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ মাহামুদ-উল-হক। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। চাকরিদাতাদের সমাবেশ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঢাকা আহছানিয়া মিশন বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের চাকরিদাতাদের নিয়ে সমাবেশ করেছে। বুধবার দুপুরে যশোরের ভেকুটিয়ার ঢাকা আহ্ছানিয়া মিশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউিটে এসইআইপি প্রকল্পের আওতায় এ ব্যতিক্রমী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বেসরকারী বিদ্যুত শ্রমিক সমবায় সমিতি, জেলা পাইপ ফিটার সমবায় সমিতি, জেলা পোশাক তৈরি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং মোবাইল টেকনিশিয়ান, সফল উদ্যোক্তা ও পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানরা দক্ষকর্মীদের চাকরি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশনের টিভিইটি বিভাগের পরিচালক ড. মোঃ শাহাজাহান মিঁঞা।
×