ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামির কারাগারে মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৭, ৬ জুন ২০১৭

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামির কারাগারে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত আসামি আশরাফ শেখের (৮২) মৃত্যু হয়েছে। মৃতের বাবার নাম আফসার আলী শেখ। গ্রামের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানার গাঁওগারা এলাকায়। কারারক্ষী হানিফ জানায়, সোমবার বেলা ১২টা ১৫ মিনিটে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্র জানায়, চলতি বছরের ২ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, তাকে আজ (সোমবার) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। দুপুর সাড়ে ১২টা ১৫ মিনিটের দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য বিকেল ৩টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×