ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কলেজ ছাত্রের লাশ

প্রকাশিত: ০৬:০৬, ৬ জুন ২০১৭

গাজীপুরে কলেজ ছাত্রের লাশ

স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে গজারী বনে রেললাইনের পাশ থেকে সোমবার এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেজাউল করিম (১৮)। সে জামালপুর জেলার মেলান্দহ থানার হরিপুরের জহির উদ্দিনের ছেলে এবং মেলান্দহ সরকারী কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র। রেলওয়ে পুলিশের টঙ্গী জংশন রেলস্টেশন ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, শ্রীপুরের ইজ্জতপুর রেলস্টেশনের পাশর্^বর্তী বিন্দুবাড়ি তেঁতুলতলার গজারী বন এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে (১০৪ নং রেলব্রিজের দক্ষিণে) ক্ষতবিক্ষত কিশোরের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে সোমবার বিকেলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের মাথার পেছনে, ডান কাঁধ, পা ও মুখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রেললাইন সংলগ্ন গাছের ডালপালার আঘাতে বা অন্য কোন কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। অন্তত তিনদিন আগে তার মৃত্যু হওয়ায় লাশে পচন ধরেছে। লাশের সঙ্গে ঘটনাস্থল থেকে জামালপুরের মেলান্দহ সরকারী কলেজের একটি পরিচয়পত্র ও ট্রেনের ৩ জুন তারিখের টিকেট পাওয়া গেছে। পরিচয়পত্র থেকে নিহতের নাম রেজাউল করিম বলে জানা গেছে। এছাড়া তার কাছ থেকে প্রাপ্ত টিকেট থেকে জানা যায়, সে গত ৩ জুন বিকেলে টঙ্গী রেলস্টেশন থেকে জামালপুর কমিউটার ট্রেনে জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। বগুড়ায় স্কুলছাত্র খুন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গাবতলি উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে তুচ্ছ পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সালাম(১৪) নামে স্কুলছাত্র খুন হয়েছে। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের বাবা ফটু মোল্লা আহত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মহিলাসহ চার জনকে গ্রেফতার করেছে। এরা হলো- মোজাহার, রানী বেগম, খুকী বেগম ও নিলুফার। পুলিশ জানায়,রবিবার সকালে দড়িপাড়া গ্রামে বাঁশের ঝাড় থেকে চারাবাঁশ ভাঙ্গা নিয়ে ফটু মোল্লার ছোট ছেলের সঙ্গে সমবয়সীদের (আত্মীয়) বিরোধ বাঁধে। এটি প্রথমে মহিলা ও বাড়ির ছোটদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও রাতে গৃহকর্তারা কাজ শেষে বাড়ি ফিরলে তা চরম আকার ধারণ করে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট বাধলে চাচাত ভাইয়ের পরিবারের সদস্যরা ফটু মোল্লার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ৮ম শ্রেণীর ছাত্র আব্দুস সালাম গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর অবস্থায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে সে মারা যায়। বাউফলে ভাতিজার হাতে চাচা নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে সেলিম হাওলাদার (৫৫) খুন হয়েছেন। বাউফলের সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রোকুল গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনার দিন রাত ৯টার সময় ওই গ্রামের মস্তফা হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার তারাবি নামাজ পড়ার জন্য পাঞ্চেখানা মসজিদে যান। তিনি দু’রাকাত নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় একই বাড়ির দূর সম্পর্কের চাচা সেলিম হাওলাদার তার হাত ধরেন এবং ১২ রাকাত নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার কথা বলেন। এতে সোহাগ ক্ষুব্ধ হয়ে তাকে কিল ঘুষি মারলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অন্যান্য মুসল্লিরা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×