ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজী-দোলেশ্বর শিরোপা লড়াই আজ

প্রকাশিত: ০৫:২৫, ৫ জুন ২০১৭

গাজী-দোলেশ্বর শিরোপা লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) ফরমেট অনুসারে কোন ফাইনাল নেই। তবে আজ অঘোষিত ফাইনাল হতে যাচ্ছে বিকেএসপির তিন নম্বর মাঠে। মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এ ম্যাচটি জিতলেই কোন হিসেব-নিকেশ ছাড়া শিরোপা ঘরে তুলবে গাজী। তবে হেরে গেলেও তাদের সুযোগ থাকবে শিরোপা জয়ের। সেক্ষেত্রে হেড-টু-হেড বিবেচনায় কোনভাবে সমান হয়ে গেলেও শিরোপা নির্ধারণ হবে নেট রানরেটের হিসেবে। সেদিক থেকেও এগিয়ে থাকায় গাজী আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থায়। বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানম-ি ক্লাবের বিরুদ্ধে নামবে আবাহনী লিমিটেড। এই ম্যাচে আবাহনী জিতলে গাজী-দোলেশ্বরের শিরোপা নির্ধারণে একটা প্রভাব পড়বে, তবে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার কোন সুযোগই নেই। অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ফতুল্লায় নামবে। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে এই মুহূর্তে গাজী গ্রুপ। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এককভাবে শীর্ষে আছে তারা। লীগ পর্বেও দুর্দান্ত খেলে শীর্ষস্থান নিয়েই সুপার লীগে উঠে এসেছিল গাজী। কিন্তু মাঝে টানা ৩ ম্যাচ হারে হোঁচট খেয়ে যায় তারা। ওই সুযোগটা নিয়ে আবাহনী উঠে আসে শীর্ষে। কিন্তু গাজী যখন আবাহনীকে হারিয়ে দেয় তখনই আবার পিছিয়ে পড়ে তারা। কারণ আগেই পিছিয়ে ছিল কিন্তু গাজীর হারে তাদের ধরে ফেলেছিল গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী। কিন্তু তা আর ধরে রাখতে পারেনি। শিরোপা লড়াইয়ে মূল প্রতিপক্ষ হয়ে ওঠা গাজীর কাছেই হেরে আবার পিছিয়ে পড়েছে। ওই একটি হারই কাল হয়ে গেছে আবাহনীর জন্য। এখন আর কোন আশাই নেই তাদের শিরোপা ধরে রাখার। গাজী হারুক বা জিতুকÑ আবাহনীর ঘরে শিরোপা উঠছে না। খুব অস্বাভাবিক কিছু ঘটলে গতবারের রানার্সআপ দোলেশ্বরের একটি সুযোগ আছে শিরোপা জেতার। আর সেক্ষেত্রে একটাই সমীকরণÑ গাজীকে আজ হারাতে হবে এবং সেই সঙ্গে আবাহনীকেও হারতে হবে। কারণ সেক্ষেত্রে গাজী ও দোলেশ্বরের পয়েন্ট সমান ২৪ হয়ে যাবে এবং হেড-টু-হেডে উভয়দল পরস্পরের বিরুদ্ধে একটি করে জেতার কারণে রানরেটের হিসেব হবে। সেদিক থেকে এখন পর্যন্ত অবশ্য গাজী ০.৬৮৭ নেট রানরেট নিয়ে এগিয়ে আছে দোলেশ্বরের চেয়ে (০.৫৩২)। কিন্তু আজকের জয়টি দোলেশ্বরের নেট রানরেট বাড়াবে এবং গাজীর কমিয়ে দেবে। এছাড়া আর কোন সুযোগ নেই দোলেশ্বরের চ্যাম্পিয়ন হওয়ার। যদি দোলেশ্বর আজ হেরে যায় সেক্ষেত্রে সর্বাধিক পয়েন্ট নিয়ে বিনা হিসেবে শিরোপা গাজীর।
×