ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-দোহাজারী রেল চলাচল বন্ধ

নির্মাণাধীন ব্রিজে ধস

প্রকাশিত: ০৬:২৮, ১ জুন ২০১৭

নির্মাণাধীন ব্রিজে ধস

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩১ মে ॥ চট্টগ্রাম-দোহাজারী রুটে রেলওয়ের ২৪নং ব্রিজ ঠিকাদারের অবহেলায় একাংশ ধসে পড়েছে। পটিয়া- বোয়ালখালী সীমান্তের হারগেজি খালের ওপর সাইরারপুল ব্রিজটির উত্তর অংশে বুধবার ভোরে ধসে পড়েছে। যার কারণে সকালে দোহাজারী ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রেন মাঝপথে আটকা পড়েছে। ফলে শত শত যাত্রী দুর্ভোগের কবলে পড়ে। পরে দুপুর ১টার দিকে ধসে পড়া ব্রিজের অংশটি জোড়াতালি দিয়ে তৈরি হলে যাত্রী ছাড়াই ঝুঁকির মধ্যে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ব্রিজ ধসে পড়ার খবর পেয়ে রেলওয়ের (পূর্বাঞ্চল) ডিভিশনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেনসহ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সরেজমিনে জানা গেছে, চট্টগ্রাম-দোহাজারী রুটে রেলওয়ের ২৪নং ব্রিজটি সম্পূর্ণ নতুনভাবে নির্মাণকাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্ট্যান্ডার ইঞ্জিনিয়ারিং লিমিটেড ব্রিজ নির্মাণকাজ করছে। তবে অভিযোগ উঠেছে পটিয়া-বোয়ালখালী সীমান্তের গুরুত্বপূর্ণ এই ব্রিজের নির্মাণকাজ চলছে ধীরগতিতে। উত্তর পাশে যে পাইলিং কাজ হয়েছে তা খুবই নিম্নমানের। বর্তমান ব্রিজের উত্তর-পূর্ব পাশে লাগানো পাইলিং কাজ নিম্নমানের হওয়ায় রেলওয়ের ২৪নং ব্রিজটির কিছু অংশ ধসে পড়েছে। নিম্নমানের কাজের পাশাপাশি ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে মঙ্গলবার রাতভর বৃষ্টি হলে এই পরিস্থিতি হয়। এর আগে ২০১৫ সালে ১৯ জুন ফার্নেস অয়েলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে এই ব্রিজ ভেঙ্গে খালে পড়ে যায়। ওইসময় ট্রেন চালক মোঃ ইলিয়াছ ও সহকারী চালক মোঃ শহীদুল্লাহ প্রকাশ-জাফরকে আহত হন। দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের ফার্নেস অয়েলবাহী ট্রেনটি বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলস্টেশন পার হয়ে পটিয়া সীমান্তের ধলঘাট স্টেশন এলাকায় প্রবেশ করার আগে হারগেজি খালের সাইরারপুল ব্রিজটি ভেঙ্গে পড়ে। ট্রেনের ৯টি বগির মধ্যে দুটি বগি ও ইঞ্জিনের সিংহভাগ অংশ খালে কাত হয়ে পড়ে। এরপর থেকে ব্রিজটি জোড়াতালি দিয়ে ঝুঁকির মধ্যে ট্রেন চলাচল করছে। যে কোন মুহূর্তে ব্রিজটি ভেঙ্গে পড়ে হতাহতের সম্ভাবনা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ব্রিজের উত্তর অংশ ভোর সাড়ে ৫টায় ধসে পড়েছে। যার কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ ছিল। এ ব্যাপারে রেলওয়ের (পূর্বাঞ্চল) ডিভিশনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, ঠিকাদারের সম্পূর্ণ অবহেলায় চট্টগ্রাম-দোহাজারী রুটে রেলওয়ের ২৪নং ব্রিজটির কিছু অংশ ধসে পড়েছে। তাছাড়া নির্মাণকাজ হচ্ছে খুবই ধীরগতিতে। ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রাম-দোহাজারী রুটে প্রায় ২৪-২৫টি রেলওয়ের ব্রিজ নির্মাণকাজের দায়িত্ব পেয়েছেন। এ লাইনে একজোড়া যাত্রীবাহী ট্রেন ও দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টের জন্য ফার্নেস অয়েলবাহী ওয়াগন প্রতিদিন চলাচল করে থাকে। ব্রিজের কিছু অংশ ধসে পড়ায় মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে ডিভিশনাল ম্যানেজার জানান। তবে ধসে পড়া ব্রিজটি পুরোপুরি ঠিক হলে পুনরায় মালবাহী ট্রেন চলাচল শুরু হবে।
×