ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জব্দ স্বর্ণের হিসাব দিতে পারেনি আপন জুয়েলার্স

প্রকাশিত: ০৭:৫৬, ৩১ মে ২০১৭

জব্দ স্বর্ণের হিসাব দিতে পারেনি আপন জুয়েলার্স

স্টাফ রিপোর্টার ॥ আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে জব্দকৃত স্বর্ণের হিসাব ঠিকমতো দিতে না পারায়, নতুন করে সময় দিতে অনীহা প্রকাশ করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের যুগ্ম কমিশনার মোহাম্মদ সাফিউর রহমান জানান, কোন মালামাল জব্দের পর সেটার প্রতিবেদন জমা দেয়ার জন্য দু’মাসের সময়সীমার নিয়ম রয়েছে। ফলে তাদের আর সময় দেয়ার সম্ভাবনা নেই। তিনি জানান, আপন জুয়েলার্সের পক্ষ থেকে মঙ্গলবার ১২৫ কেজি সোনার হিসাব দেয়া হয়েছে। তবে এগুলো জব্দ করা সোনার সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি জানান, মঙ্গলবার সোনার যে হিসাব তারা দিয়েছেন, এগুলো লাগেজ সুবিধায় দেশের বাইরে থেকে আনা। তারা এসব সোনার বার খুচরা আকারে কিনেছেন। কিন্তু সোনা কেনার কাগজপত্র এবং পারচেজ রেজিস্টারের সঙ্গে গরমিল রয়েছে। এর আগে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইল শুল্ক গোয়েন্দা অধিদফতরের কার্যালয় যান আপন জুয়েলার্সের মালিক তিন ভাই গোলজার আহমেদ, দিলদার আহমেদ ও আজাদ আহমেদ। প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। বিকেল সাড়ে ৩টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানটির আইনজীবী ব্যারিস্টার মোঃ সাইফুল সিরাজ জানান, আমাদের জব্দ করা মালামালের বৈধ হিসাব দেয়ার জন্য ডাকা হয়েছিল। আমরা পাঁচটি শাখার বিভিন্ন উৎস থেকে জব্দ করা মালামালের কিছু হিসাব দিয়েছি। বাকি মালামালের হিসাব দেয়ার জন্য আমাদের আরও সময় প্রয়োজন। আমরা শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের কাছে সময় চেয়েছি।
×