ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নাজিরপুরে তিন ঘরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৬:৩৫, ৩১ মে ২০১৭

নাজিরপুরে তিন ঘরে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩০ মে ॥ নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি ঘরে অগ্নিসংযোগ ও তিনটি ঘর ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঝনঝনিয়া গ্রামের শেখ পরিবারের সঙ্গে মিঠারকুল গ্রামের হাওলাদার পরিবার ও পেনাখালী গ্রামের দাড়িয়া পরিবারের দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে মুজাহিদ শেখ দীর্ঘ ৯ মাস ধরে এলাকায় যেতে পারছিলেন না। সোমবার রাতে মুজাহিদ শেখ বাড়ি আসে। খবর পেয়ে মঙ্গলবার সকালে দাড়িয়া ও হাওলাদার বংশের শতাধিক লোক এক হয়ে মুজাহিদ শেখের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তাদের দেয়া আগুনে মুজাহিদের বাবা দেলোয়ার শেখের দুটি ঘর ও দোলোয়ার শেখের ভাইয়ের ছেলে জাকির শেখের একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে মুজাহিদ শেখ ও তার ভাই আবু সাঈদ শেখের পাকা বাড়ির ভেতরের আসবাবপত্র পুড়ে যায় এবং মুজাহিদ শেখের অপর ভাই রাজিব শেখের ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়। মালিখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ শেখ অভিযোগ করেন, স্বপন দাড়িয়া, আসলাম হাওলাদার ও মালিখালী ইউনিয়ন পরিষদের সদস্য ছিদ্দিক হাওলাদারের নেতৃত্বে এ হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আমার স্ত্রী রোজিনা বেগম (২৮) ও ভাই আবু সাঈদ আহত হন। স্বপন দাড়িয়া ও আসলাম হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার ঘটনায় আমরা জড়িত না। পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত এক নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ মে ॥ টেন্ডার নিয়ে বিরোধের জেরে বেড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার রাত নয়টার দিকে বেড়া পৌর সদরের নতুনপাড়া চারমাথা মোড় নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ কর্মী আলিম খাঁ (৪০) বেড়া পৌর সদরের হাতিগাড়া খাঁ পাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে। জানা গেছে, পৌরসভার ঠিকাদারী কাজের একটি টেন্ডার ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আলিম খাঁ ও শফি হোসেনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার রাতে পৌর সদরের নতুনপাড়া চারমাথা মোড় নামক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে আওয়ামী লীগ কর্মী আলিম খাঁসহ ৬ জন আহত হয়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম খাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×