ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে পুত্রের হাতে পিতা খুন

প্রকাশিত: ০৬:৩৪, ৩১ মে ২০১৭

মীরসরাইয়ে পুত্রের হাতে পিতা খুন

সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাইয়ে আম পাড়াকে কেন্দ্র করে পিটিয়ে পিতাকে হত্যা করেছে এক পাষ- পুত্র। হতভাগ্য ওই পিতার নাম সফিউল আলম মেম্বার (৬৫)। সোমবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের সফি মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ছেলে দিদারুল আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, কয়েক দিন আগে শফিউল আলমের সঙ্গে তার পুত্র দিদারুল আলমের গাছের আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। নেতৃবৃন্দ বিষয়টির সুরাহা করে দেন। কিন্তু সোমবার সন্ধ্যায় ওই বিষয় নিয়ে পুনরায় পিতা-পুত্রের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে পুত্রের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়। ইতিপূর্বে জায়গা-জমির বিরোধ নিয়ে খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদে একাধিকবার পিতা ও পুত্রের দ্বন্দ্ব নিয়ে বৈঠকও হয়। ফরিদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, চরভদ্রাসনে ফারজানা ওরফে বন্নী (২৩) নামে এক গৃহবধূ শ্বশুরবাড়ির লোকদের হাতে খুন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅযোধ্যা গ্রামের নিচা ঢালার পাড় এলাকায় ওই গৃহবধূর শ্বশুর আব্দুল মালেক শেখের বাড়ির বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী মিলন শেখ ও শ্বশুর আব্দুল মালেক শেখকে আটক করেছে পুলিশ। ফারজানা ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের ইউপি সদস্য বাবলু সর্দারের মেয়ে। তার (ফারজানা) মাহিয়া নামে দুই বছরের এক কন্যাসন্তান রয়েছে। তুরাগে শ্রমিকের লাশ নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, টঙ্গীর তুরাগ নদী থেকে শাহাবুদ্দিন (২৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে টঙ্গীর ভরান হাজীর বস্তি এলাকার তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা করা হয়। মৃত শাহাবুদ্দিন বরগুনা সদরের সোনাতলা এলাকার আবু হানিফের ছেলে। কেশবপুরে নারীর বস্তাবন্দী লাশ নিজস্ব সংবাদদাতা কেশবপুর থেকে জানান, মঙ্গলবার সকালে কেশবপুর শহরের ক্লে রোডের একটি বাসা থেকে পুলিশ মরিয়ম বেগম (৪০) নামের এক নারীর বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে। কে বা কারা তাকে হত্যা করে লাশ বস্তার মধ্যে ভরে বাসার পাশে খড়গাদার ভেতর ঢুকিয়ে রাখে। মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশের পচা গন্ধ পেয়ে থানায় খবর দেয়। উপজেলার কালিয়ারই গ্রামের মৃত শেখ নসির উদ্দিনের মেয়ে ও স্বামী পরিত্যক্তা মরিয়ম বেগম গত চার বছর ধরে ক্লে রোডের সাত্তার ডাক্তারের বাসায় ভাড়া থাকতেন।
×