ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারাল ভারত

প্রকাশিত: ০৮:০৪, ২৯ মে ২০১৭

বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারাল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ কিউইদের হারিয়ে প্রস্তুতিটা মোটামুটি ভালভাবেই সেরে নিল বিরাট কোহলিরা। বৃষ্টির কারণে ব্যাটিংটা পুরোপুরি ঝালিয়ে নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ১৯০ রানের টার্গেট সামনে রেখে মাত্র ২৬ ওভারে ৩ উইকেটে দলীয় ১২৯ রান যোগ করতেই হানা দেয় বৃষ্টি। ফলে নির্ধারিত সময় অপেক্ষার পর ভারতকে ৪৫ রানে জয়ী ঘোষণা করা হয়। বৃষ্টি আইনের (ডিএল মেথড) এই জয়ে ব্যাট হাতে ৫২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক বিরাট কোহলি, আর ১৭ রানে ধোনী। রাহানে ৭, ধাওয়ান ৪০ ও শূন্য রানে আউট হন দীনেশ কার্তিক। যা হোক, তারপরও জয় বলে কথা। ইংল্যান্ডের ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ভারতের এই জয়ে কৃতিত্বের দাবিদার দলের পেসাররা। টস জিতে ব্যাট করতে নেমে ভারতের পেস দাপটে ১৮৯ (৩৮.৪ ওভার) রানেই গুঁড়িয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের ১০ উইকেটের সাতটিই নিয়েছেন ভারতের পেসাররা। মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার তিনটি করে এবং একটি উমেশ যাদব। দুই বছরেরও বেশি সময় পর ভারতের হয়ে ওয়ানডে খেলছেন সামি। অন্য পেসাররা নিয়মিত। সঙ্গত কারণে সামিই আলোচনা বা খবরের শিরোনাম হয়ে উঠেছেন। অনেক দিন পর সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারায় খুশিই হওয়ার কথা এই কৃতী বোলারের। তার দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় দলের নীতিনির্ধারকরাও হয়ত ভাবছেন ফের সামিকে দলে ভিড়িয়ে ভুল করেননি তারা। ওভালের এই ম্যাচে প্রথম তিনটি উইকেটই তার। যে ধাক্কা আর সামলে ওঠতে পারেনি নিউজিল্যান্ড। সামির শিকারের তালিকায় মার্টিন গাপতিল (৯), কেন উইলিয়মসন (৮) ও নেইল ব্রম (০)। বৃষ্টি আইনে ভারতকে টার্গেট দেয়া হয় ২৬ ওভারে ৮৫ রান। কিন্তু ১২৯ রান ঝুলিতে থাকায় আর ব্যাট করতে হয়নি কোহলি-ধোনীদের।
×