ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পদক জয়ী সেনা ক্রীড়াবিদদের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ মে ২০১৭

পদক জয়ী সেনা ক্রীড়াবিদদের সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় পদক বিজয়ীদের সম্মানে সেনা সদরে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রবিবার সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পদক বিজয়ী সেনাসদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ২০১৬-১৭ সালে জাতীয় পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাথলেটিক্স, হকি, শূটিং, কারাতে, টেবিল টেনিস, ভারোত্তোলন, রেসলিং, গলফ্, রাগবি, ব্যাডমিন্টন, তায়কোয়ানদো ও উশু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আন্তর্জাতিক পর্যায়ে ভারতে অনুষ্ঠিত ১ম ইন্ডিয়ান টিআইএ ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সার্জেন্ট মিজান একটি স্বর্ণ পদক, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড তায়কোয়ানদো হ্যানম্যানডাং এ্যান্ড বান-কি-মুন কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কর্পোরাল মোসলেম একটি স্বর্ণ পদক ও সৈনিক দিপু দুইটি স্বর্ণ পদক, ভারতে অনুষ্ঠিত ৭৩তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সৈনিক ফয়সাল একটি স্বর্ণ পদক এবং আজারবাইজানে অনুষ্ঠিত চতুর্থ ইসলামী সলিডারিটি গেমস প্রতিযোগিতায় সৈনিক আতকিয়া একটি স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা-২০১৭-এ বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় এই দলের পাঁচজন সেনাসদস্যকে পুরস্কৃত করা হয়। বর্তমানে সেনাবাহিনী সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের অধীনে ২৫টি গেমসে অংশগ্রহণ করে থাকে। অনুষ্ঠানে সেনাসদরের পিএসওগণ এবং অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।
×