ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার

প্রকাশিত: ০৬:২৩, ২৯ মে ২০১৭

কেরানীগঞ্জে প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ মে ॥ আটিবাজার এলাকার আওয়ামী লীগের সাবেক নেতার দাপটে স্থানীয়রা অসহায় হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, আইন কানুনের তোয়াক্কা করেন না তিনি। সারাক্ষণ মদের নেশায় বুদ হয়ে থাকেন। প্রায়ই এলাকায় মেলার নামে বসান জুয়ার আসর। এমনকি বাড়িতেও জুয়া ও মাদকের আসর বসিয়ে অবৈধভাবে অর্থ কামানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ ব্যক্তি না হয়েও নিজের নামে একটি পিস্তল ও একটি শর্টগানের লাইসেন্স নিয়েছেন। ওই পিস্তল ও শর্টগান দিয়ে লোকজনকে ভয় দেখান, কথায় কথায় চালান গুলি। সাঙ্গপাঙ্গ নিয়ে জমি দখলের উদ্দেশে গত সোমবার গভীররাতে চার নারী উদ্যোক্তার নির্মিতব্য গরুর খামারে হামলা চালান। পিস্তল ও শর্টগান নিয়ে নিজেই উপস্থিত ছিলেন হামলার সময়। দাঁড়িয়ে থেকে ভেঙ্গে দেন খামারের সীমানা দেয়াল। লুট করেন খামারের নির্মাণ সামগ্রী। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন। জানা যায়, দাপুটে ওই নেতার নাম আবু সিদ্দিক। ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভাগ্য খুলে যায় তার। অল্প সময়ের মধ্যে বনে যান কোটিপতি। কয়েক বছর আগেও পৈত্রিকভিটায় টিনেরঘর থাকলেও কোটি টাকা খরচ করে সেখানে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন। রয়েছে কোটি টাকার গরুর খামার, মাছের খামার। ভেজাল জমি দখল ও কেনাবেচার সঙ্গেও জড়িত তিনি। স্থানীয় মিরাজুল আলম মাসুর জানান, এলাকার ত্রাস আবু সিদ্দিক। তার দাপটে কেউ শান্তিতে থাকতে পারছে না। এর সঙ্গে যোগ হয়েছে তার দুই বখাটে ছেলে সাব্বির আর শিফাতের যন্ত্রণা। ইয়াবা আসক্ত দুই ছেলে বাবার পিস্তল ও শর্টগান নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করে। যাকে তাকে গালমন্দ করে। মিরাজুল আলম মাসুর অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে তিনি যে জমি পেয়েছেন সেখানে তার স্ত্রীসহ চার নারী উদ্যোক্তা গরুর খামার নির্মাণ করছেন। খামারের নাম গোয়ালবাড়ি এগ্রো লিমিটেড। সম্প্রতি খামারের জমির দিকে লোলুপ দৃষ্টি পড়ে আবু সিদ্দিকের। গত ২২ মে রাত ১০টার দিকে দলবল নিয়ে খামারের সীমানা দেয়াল ভেঙ্গে দেন। লুটপাট করেন সেখানে রাখা নির্মাণ সামগ্রী। মিরাজুল আলম মাসুর জানান, পৈত্রিক ভিটা কেরানীগঞ্জে হলেও স্বপরিবারে হাজারীবাগের বাড়িতে থাকেন। আবু সিদ্দিক পৈত্রিক ভিটায় যেতে বারণ করেছেন। সেখানে গেলে স্বপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন। ভয়ে তিনি সেখানে যেতে পারছেন না। তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক জানান, আবু সিদ্দিকের অপকর্মের কাহিনীর শেষ নেই। যখন তখন মানুষকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখান, গুলি করেন। টাকা পেলে সে সবকিছু করতে পারে। এসব বিষয়ে জানতে আবু সিদ্দিকের মুঠোফোনে (০১৭১৭৯৫৬৪০৬) যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যোবায়ের বলেন, আটিবাজার এলাকার গরুর খামারে হামলা ও লুটপাটের ঘটনায় আবু সিদ্দিকের বিরুদ্ধে মাসুর অভিযোগ করেছেন। অন্যদিকে গাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ এনে মাসুরের নামে আবু সিদ্দিক অভিযোগ দিয়েছেন। দুটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।
×