ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশে ফিরেই সেঞ্চুরি নাসিরের

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ মে ২০১৭

দেশে ফিরেই সেঞ্চুরি নাসিরের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সুপার লীগে শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লজ্জা দিয়ে হারাল আবাহনী লিমিটেড। মোহামেডানকে ১০০ রানে অলআউট করে দিয়ে ৫ উইকেটে জিতে আবাহনী। একইদিনে নাসির হোসেনের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আবাহনী, গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বর সমান ২০ পয়েন্ট পেয়েছে। অপরদিকে প্রাইম ব্যাংক ১৬, শেখ জামাল ও মোহামেডান ১৪ পয়েন্ট করে পেয়েছে। এখনও সুপার লীগে প্রতিটি দলের তিনটি করে ম্যাচ রয়েছে। তবে এরমধ্যে শিরোপা রেশ থেকে ছিটকে পড়েছে শেখ জামাল ও মোহামেডান। কারণ এ দুটি দল চাইলেও এখন আবাহনী, গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরের চেয়ে বেশি পয়েন্ট পাবে না। বাকি থাকা তিনটি ম্যাচে জিতলেও হবে ২০ পয়েন্ট করেই। ২০ পয়েন্ট হলেও কোন লাভ হবে না। আবাহনীর সঙ্গে সুপার লীগে হারাতে শিরোপার জন্য পয়েন্ট থাকলেও ‘হেড টু হেডে’ সেই স্বপ্ন সফল হবে না মোহামেডানের। একই অবস্থা শেখ জামালেরও। দলটি গাজী গ্রুপের কাছে হেরে যাওয়ায় ‘হেড টু হেডে’ পিছিয়ে পড়েছে। বিকেএসপি তিন নম্বর মাঠে ৪ উইকেট নেয়া মনন শর্মা ও ৩ উইকেট নেয়া সাকলায়েন সজিবের বোলিংয়ের সামনে কুলিয়েই উঠতে পারেনি মোহামেডান ব্যাটসম্যানরা। মাত্র ১০১ রানের লক্ষ্য আবাহনীর সামনে দিতে পারে। মোহামেডানের দেয়া ১০১ রানের সহজ লক্ষ্য জয় করতে নেমে ১৫.৩ ওভারেই জয় তুলে নিয়েছে আবাহনী। আগের ম্যাচে ৮৫ রানের ইনিংস খেলা ওপেনার লিটন দাস এই ম্যাচে ৫০ রানের ইনিংস খেলেছেন। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা মোহামেডান ব্যাট হাতে প্রথম উইকেটে ৩২ রানের জুটি গড়লেও পরের উইকেট থেকেই ধসতে থাকে ব্যাটিং লাইনআপ। দুই স্পিন বিষে ৩৩.৪ ওভার ব্যাট করলেও ১০০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি মোহামেডান। লীগপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী-মোহামেডান। ওই ম্যাচে নিজেদের ইনিংসে ৩৬৬ রান তোলে আবাহনী। জবাবে নয় উইকেটে ৩৩৯ রানে থেমে যায় মোহামেডানের ইনিংস। ফলাফল ২৭ রানের ব্যবধানে হারতে হয় মোহামেডানকে। ম্যাচে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস খেলেন মোহামেডানের অধিনায়ক রকিবুল হাসান। এবারও হারল মোহামেডান। ফতুল্লায় গাজী গ্রুপ আগে ব্যাট করে নাসির হোসেনের ১৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৫০ রান করে। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ খেলে দেশে ফিরে সেঞ্চুরি হাঁকান নাসির। রিটায়ার্ড হার্টও হন। জবাব দিতে নেমে ৩৮.১ ওভারে ১৭৩ রান করতে গুটিয়ে যায় শেখ জামাল। আবু হায়দার রনি ৬ উইকেট নেন। বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৪১ রান করে। জবাবে মার্শাল আইয়ুবের ৮৪ ও শাহরিয়ার নাফীসের ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৪২ রান করে জিতে প্রাইম দোলেশ্বর। স্কোর ॥ মোহামেডান ইনিংস ১০০/১০; ৩৩.৪ ওভার (শামসুর ২৩; মনন ৪/২১, ৩/২৪)। আবাহনী ইনিংস ১০৪/৫; ১৫.৩ ওভার (লিটন ৫০; শামসুর ২/৭)। ফল ॥ আবাহনী ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ সাকলায়েন সজিব (আবাহনী)। গাজী গ্রুপ-শেখ জামাল ম্যাচÑ ফতুল্লা গাজী গ্রুপ ইনিংস ৩৫০/৫; ৫০ ওভার (নাসির ১৩৪ (রিটায়ার্ড হার্ট), গুরকিরাত ৭৪, মুমিনুল ৬৬; জিয়াউর ২/৫৬)। শেখ জামাল ইনিংস ১৭৩/১০; ৩৮.১ ওভার (জিয়াউর ৪৬, প্রশান্ত ৩৭; রনি ৬/৩৫)। ফল ॥ গাজী গ্রুপ ১৭৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নাসির হোসেন (গাজী গ্রুপ)। প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক ম্যাচÑ বিকেএসপি-৪ প্রাইম ব্যাংক ইনিংস ২৪১/৮; ৫০ ওভার (অভিমান্নু ৭১, আসিফ ৬২*; রজত ৩/৫০)। প্রাইম দোলেশ্বর ইনিংস ২৪২/৪; ৪৮.৪ ওভার (মার্শাল ৮৪, শাহরিয়ার ৭৮)। ফল ॥ প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ মার্শাল আইয়ুব (প্রাইম দোলেশ্বর)।
×