ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন রানীর খোঁজে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট

প্রকাশিত: ০৬:২০, ২৬ মে ২০১৭

নতুন রানীর খোঁজে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় ফ্রেঞ্চ ওপেন। অথচ মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফেবারিট কেউ নেই। মহিলা এককে ফরাসী ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। কিন্তু এ বছর খুবই বাজে সময় কাটছে তার। ক্লে কোর্টে তো খুঁজেই পাওয়া যায়নি স্পেনের এই টেনিস তারকাকে। সেরা পারফর্মেন্স তার রোম মাস্টার্সের সেমিফাইনাল। গলার ইনজুরির কারণে যেখান থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। তার আগে ২০১৫ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই মৌসুমে আর কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেই দেখা যাবে না তাকে। ওয়াইল্ড কার্ড পাননি ২০১৪ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাও। টেনিসকে বিদায় বলে দিয়েছেন ২০১১ সালে ফরাসী ওপেন জয়ী চীনের লি নাও। তাদের অনুপস্থিতিতে এবার নতুন চ্যাম্পিয়নের খোঁজেই থাকবে রোলাঁ গ্যারো। গত বছর সেরেনা উইলিয়ামসকে হারিয়েই প্রথমবারের মতো ফরাসী ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন গারবিন মুগুরুজা। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের এই টেনিস তারকা রোমে ইনজুরিতে পড়েন। চলতি বছর ক্লে কোর্টে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ জিতেছেন তিনি। বিশে^র এক নম্বর খেলোয়াড় এ্যাঞ্জেলিক কারবার ২০১২ সালে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন যা এখন পর্যন্ত তার সেরা পারফর্মেন্স। এবারের ক্লে কোর্ট মৌসুমে তিনি রোমের প্রথম রাউন্ডেই বিদায় নেন। মাদ্রিদে দুই ম্যাচ পরেই পিঠের ইনজুরিতে পড়েন। ২০১৪ সালের ফাইনালিস্ট ও মাদ্রিদের বিজয়ী সিমোনা হ্যালেপকে ফেবারিট হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য তার, রোম মাস্টার্সের ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে বছরের দ্বিতীয় গ্র্যান্ডসøামে তার অংশগ্রহণ নিয়েই এখন রয়েছে সংশয়। ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকিও ভুগছেন ইনজুরিতে। তাই ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে আলোচনায় ইউক্রেনের এলিনা সিতলিনা। গত সপ্তাহেই রোম মাস্টার্সের শিরোপা জেতেন তিনি। চলতি মৌসুমে এটা তার চতুর্থ ট্রফি। এর আগে তাইওয়ান, দুবাই চ্যাম্পিয়নশিপ এবং ইস্তাম্বুলেও শিরোপার হাসি হেসেছেন তিনি। ইতালিয়ান ওপেন জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠে এসেছেন ইউক্রেনের এই টেনিস তারকা। বর্তমানে তার অবস্থান ছয়। এছাড়া ফেবারিট হিসেবে কোর্টে নামবেন ক্যারোলিনা পিসকোভাও। কেননা চলতি মৌসুমে এখন পর্যন্ত হার্ড কোর্টে তার পারফর্মেন্সই সবচেয়ে ভাল। টেনিসপ্রেমীদের চোখ থাকবে পিসকোভার স্বদেশী পেত্রা কেভিতোভার দিকেও। কেননা গত বছরের ডিসেম্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হওয়ার পর সুস্থ হয়ে ইতোমধ্যেই যে ফ্রেঞ্চ ওপেনে খেলার ইচ্ছে পোষণ করেছেন তিনি। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামের এই আসর। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের নারী ও পুরুষ এককে বিজয়ী দুই তারকা ফেদেরার ও সেরেনার কেইউ নেই এই আসরে। তাদের অনুপস্থিতিতে এই বছর সব আকর্ষণই থাকবে মূলত ‘ক্লে কোর্টের রাজা’ খ্যাত রাফায়েল নাদালের দিকে। সম্প্রতি রেকর্ড ১০ম মন্টেকার্লো ও ১০ম বার্সিলোনার শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন তিনি। স্প্যানিশ এই তারকার সামনে এখন রেকর্ড ১০ম রোলাঁ গ্যারো শিরোপা জয়ের চ্যালেঞ্জ। ৩০ বছর বয়সী নাদাল এর আগে ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শিরোপা জিতেছিলেন। ২০১৫ সালে নোভাক জোকোভিচের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে বিদায় নেয়ার মাধ্যমে নাদালের ৩৯তম ক্লে কোর্ট ম্যাচ জয়ের রেকর্ড ভঙ্গ হয়েছিল। গত বছর তিনি মাত্র দুই রাউন্ড খেলতে পেরেছিলেন, তারপরেই কব্জির ইনজুরির কারণে নাম প্রত্যাহারে বাধ্য হন। কিন্তু চলতি বছরে স্প্যানিশ তারকা নিজেকে যেন ফিরে পেয়েছেন নতুনভাবে। অস্ট্রেলিয়ান ওপেন ও মিয়ামি ওপেনের ফাইনালে পৌঁছানোর পর মাদ্রিদে রেকর্ড ৩০তম মাস্টার্স শিরোপা দখল করেছেন। আরেক তারকা জোকোভিচ ২০১৬ সালে যখন ক্যারিয়ারের প্রথম ফ্রেঞ্চ ওপেন জয় করেন তখন এর মাধ্যমে সবগুলো গ্র্যান্ডস্ল্যাম জয়ের কৃতিত্ব দেখান। কিন্তু এরপর থেকে সাবেক এই বিশ^সেরা নিজেকে সেভাবে চেনাতে পারছেন না। গত সপ্তাহে রোম মাস্টার্সের ফাইনালে পৌঁছালেও শিরোপা জিততে পারেননি। ফ্রেঞ্চ ওপেনে তিনি খেলবেন নতুন কোচ হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা আন্দ্রে আগাসির অধীনে। চলতি মাসের শুরুতেই তিনি দীর্ঘদিনের কোচ মারিয়ান ভাজদার সাথে সম্পর্ক শেষ করেন। গত বছর বরিস বেকারের সঙ্গে তিন বছরের সম্পর্ক শেষের ঘোষণা দিয়েছিলেন।
×