ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূর্যের তাপে ডিমভাজি

প্রকাশিত: ০৫:৫৩, ২২ মে ২০১৭

সূর্যের তাপে ডিমভাজি

গরমে হাঁস-ফাঁস অবস্থা ভারতের ওডিশা রাজ্যের মানুষের। গরম এতটাই যে, তাতে অনায়াসে রান্না-বান্নার কাজটা চালিয়ে নেয়া যাচ্ছে! প্রমাণ হিসেবে সম্প্রতি রাস্তায় নামলেন রাজ্যের তিতলাগড় শহরের এক বাসিন্দা। সূর্যের প্রখর তাপে রাস্তায় ডিম ভাজলেন তিনি। তবে তার নাম প্রকাশ করা হয়নি। ওই ঘটনার ভিডিও প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। এতে দেখা যায়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ডিম ভেঙ্গে একটি কড়াইয়ে ছড়িয়ে দেন। তারপর কড়াইটি রাস্তার ওপর রাখেন। এক মিনিটের মধ্যেই রাস্তার তাপে ডিমভাজা হয়ে যায়। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত কয়েকদিন ধরে তিতলাগড়ের তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াসের ওপরে। এএনআই আরও জানিয়েছে, এই গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহে রাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ছয়জন মারা গেছে। Ñওয়েবসাইট অবলম্বনে।
×