ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অপ্রতিরোধ্য নাদালকে থামালেন থিয়েম

প্রকাশিত: ০৬:০৪, ২১ মে ২০১৭

অপ্রতিরোধ্য নাদালকে থামালেন থিয়েম

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর একেবারেই দুরন্ত হয়ে উঠেছিলেন রাফায়েল নাদাল। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন তিনি। এরপর ক্লে কোর্ট মৌসুম শুরু হতেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সাবেক বিশ্বসেরা এ স্প্যানিশ তারকা। টানা জেতেন বার্সিলোনা ওপেন, মন্টিকার্লো মাস্টার্স ও মাদ্রিদ ওপেনের শিরোপা। সবমিলিয়ে টানা ১৭ ম্যাচ জিতেছিলেন। অবশেষে তাকে থামতে হয়েছে। অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমের কাছে হেরে রোম মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন নাদাল। এ বছর বারবারই অস্ট্রিয়ান তরুণ থিয়েমের সঙ্গে কোর্টে সাক্ষাত হয়ে যাচ্ছে নাদালের। আর অতি স্বাভাবিকভাবেই ক্লে কোর্টের রাজার কাছে পরাভূত হচ্ছেন থিয়েম। বার্সিলোনার ফাইনালে থিয়েমকে হারিয়ে দিয়েছিলেন। অস্ট্রিয়ান তারকার সুযোগ এসেছিল গত সপ্তাহে মাদ্রিদের ফাইনালে নাদালের বিরুদ্ধে শোধ তুলে নেয়ার। কিন্তু কাদামাটির কোর্টে রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা নাদাল ঠিকই হতাশ করেছেন থিয়েমকে। এবার রোমে ঠিকই নাদালকে জয় করলেন এ অস্ট্রিয়ান। দানে দানে তিনদান। প্রথম দুইবার পারেননি, তৃতীয় প্রচেষ্টায় রোমের শেষ আটে উঠে ঠিকই হারিয়ে দিলেন স্প্যানিশ তারকাকে। থিয়েম সরাসরি ৬-৪, ৬-৩ সেটে পরাস্ত করেন নাদালকে। অবশ্য পরাজয়ের পর কোন হতাশাই দেখা যায়নি নাদালের মধ্যে। তিনি বলেন, ‘আমি এই এক সপ্তাহ বিশ্রামে কাটাব। মালোর্কায় যাব মাছ ধরতে কিংবা গলফ খেলার জন্য। আমার মনে হয় এই বিশ্রামটা আমার দরকার ছিল। আগামী সোমবার কিংবা মঙ্গলবার থেকে আবার প্রস্তুতি শুরু করব ফ্রেঞ্চ ওপেনের জন্য। আমি রোলাঁ গ্যারোতে নিজের সেরাটা উপহার দেয়ার প্রত্যাশা করছি।’ রোমে নাদাল ৭ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার অবশ্য চার নম্বর বাছাই হিসেবে রোম মাস্টার্স খেলতে নামেন ৩০ বছর বয়সী এ বাঁহাতি। টানা ১৭ ম্যাচ জিতে আসা নাদাল এবারও অন্যতম ফেবারিট ছিলেন। কিন্তু থিয়েমের কাছে অবশেষে নতি স্বীকার করলেন তিনি।
×