ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:০৩, ২১ মে ২০১৭

আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফিরতি ম্যাচে আাজ শক্তিধর নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক আয়ারল্যান্ড। তৃতীয় দল বাংলাদেশও এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকবে। কারণ নিউজিল্যান্ড হারলে আর সিরিজে নিজেদের শেষ ম্যাচে কিউদের বিপক্ষে জয় পেলেই শিরোপা জিতবে বাংলাদেশ। তবে ব্ল্যাক-ক্যাপসদের বিপক্ষে আইরিশদের জয়টা সহজ হবে না। এমনটা ঘটলে সেটা হবে অনেকটাই অপ্রত্যাশিত। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে অবশ্য সবকিছুই সম্ভব। যে কারণে আজকের ম্যাচটি তিন দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। ডাবলিনের মালাহিডে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। এ পর্যন্ত ২ খেলায় অংশ নিয়ে দুই জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেবারিটি নিউজিল্যান্ড। আর ৩ খেলায় ১ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ২ হার ও ১টি পরিত্যক্ত ফলে ২ পয়েন্ট নিয়ে তলানিতে স্বাগতিক আয়ারল্যান্ড। তাই পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কিউইরা। আর টম লাথামের দল অপ্রত্যাশিতভাবে হেরে গেলে আশা নিয়ে শেষ ম্যাচের অপেক্ষায় থাকবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন টাইগাররা। এছাড়া আজকের ম্যাচটি ড্র বা পরিত্যক্ত হলেও শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রানরেটে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তবে আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেও আইরিশদের সামনে কোন সুযোগ থাকছে না। তারপরও অন্তত জয় দিয়ে আয়োজন শেষ করতে চাইবে স্বাগতিকরা। দেশের মাটিতে কোন ত্রিদেশীয় সিরিজে একটি জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে উইলিয়াম পোর্টার ফিল্ডের দল। জয়ের জন্য মরিয়া থাকবে প্রতিপক্ষ নিউজিল্যান্ডও। শুধু সিরিজের শিরোপা নিশ্চিতের জন্যই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয়ের মধ্যেই থাকতে চায় কিউইরা। অবশ্য প্রথম দুই ম্যাচে ব্যাট-বলের পারফর্মেন্সে শতভাগ সফল ছিল কিউইরা। প্রথম দেখায় আয়ারল্যান্ডকে ৫১ রানে ও বাংলাদেশকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড।
×