ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলের অটোরাইস মিল মালিক সমিতির কমিটি গঠন

প্রকাশিত: ০৫:১৭, ২১ মে ২০১৭

দক্ষিণাঞ্চলের অটোরাইস মিল মালিক সমিতির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘একতায় উত্থান-বিভেদে পতন’ স্লোগানকে সামনে রেখে দক্ষিণাঞ্চলীয় বরিশাল বিভাগের ছয় জেলার হাচ কিং এ্যান্ড অটোরাইস মিল মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর রিভার ক্যাফে রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল মজিদ ভূঁইয়া। সভা শেষে কণ্ঠভোটের মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিতরা হলেন- গৌরনদীর এলাহী এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী সভাপতি, ভোলা জেলার চরফ্যাশনের ভোলা অটোরাইস মিলের মালিক জুলফিকার মাহমুদ নিয়াজ সাধারণ সম্পাদক, ঝালকাঠির মোঃ জিল্লুর রহমান সহ-সভাপতি, পটুয়াখালীর কলাপাড়ার মোঃ রুহুল আমিন সহ-সাধারণ সম্পাদক, পটুয়াখালীর হাজি মোঃ দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, উজিরপুরের শিকারপুরের মজিদ ভূঁইয়া সহ-সাংগঠনিক সম্পাদক, গলাচিপার হাজি সাহেব আলী কোষাধ্যক্ষ, ভোলার ফকরুল ইসলাম রাসেল দফতর সম্পাদক, কামাল হোসেন প্রচার সম্পাদক, নির্বাহী সদস্য হাজি আব্দুর রহমান সিকদার শাহজাহান, সদস্য গাজী মনির হোসেন, মিজানুর রহমান, হেমায়েত মুন্সী, শওকত হোসেন খান, তালুকদার মোঃ ইলিয়াস, শাহাদাত কাজী, জয়নাল আবেদীন, আমিন কাজী ও দাউদ বখতিয়ার। নাজিরশাইল ৬৫, মিনিকেট ৬০ টাকা রাজধানীর পাইকারি বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম, সরবরাহেও সৃষ্টি হয়েছে সঙ্কট। পাইকাররা বলছেন, মিলপর্যায়ে সরকারী নজরদারির অভাব না থাকার সুযোগ নিচ্ছেন মিল মালিকরা। দীর্ঘদিন ধরেই কখনও স্থিতিশীল আবার কখনও উর্ধমুখী দেশের চালের বাজার। সে চিত্রে কোন পরিবর্তন নেই চলতি সপ্তাহেও, বরং প্রতিকেজি চালের দাম আবারও বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ টাকা দরে, মিনিকেট ৬০, মোটা পারিজা ৪৬ আর গুটি স্বর্ণা ৫০ টাকা। দাম তো কমছেই না, উল্টো চলতি সপ্তাহে অধিকাংশ পাইকার ভুগছেন চালের সরবরাহ সঙ্কটেও। -অর্থনৈতিক রিপোর্টার প্রথম প্রান্তিকে জাপানের প্রবৃদ্ধি ২.২ শতাংশ রফতানি এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় বছরের প্রথম প্রান্তিকে জাপানের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ। এ হার গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটির সরকারী পরিসংখ্যানের তথ্যানুযায়ী, গেল বছরের একই সময়ে এ হার ছিল ১ দশমিক ৭ শতাংশ। মূল্যস্ফীতি ২ শতাংশের ঘরে রাখতে এ পর্যন্ত নানা পদক্ষেপ নেয়া হলেও কোনটাই কাজে আসেনি। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান বলছে, প্রবৃদ্ধি বাড়ায় চলতি বছরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। প্রবৃদ্ধির এ হার ইউরোজোন এবং যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। -অর্থনৈতিক রিপোর্টার
×