ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৪, ২০ মে ২০১৭

টুকরো খবর

সিলেটে সংঘর্ষ ॥ আহত ১৫ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানীনগর উপজেলার সিকন্দরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ মালেক মিয়ার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার জুমার নামাজের পর সিকন্দরপুর জামে মসজিদের সামনে হামলার এ ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান- পূর্ব বিরোধের জের ধরে জুমার নামাজের পর আখলু মেম্বারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দৌড়ে আত্মরক্ষার সময় আখলু বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি ছোড়ে। উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে সিকন্দরপুরের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে আগেও কয়েকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। মাদারীপুরে আহত ৮ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তিন নারীসহ আহত হয়েছেন অন্তত আটজন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে মস্তফাপুরের রেজাউল হাওলাদারের প্রতিবন্ধী ছেলে রিয়াদকে মারধর করে প্রতিবেশী শাজাহান হাওলাদারের ছেলে নুর-জামাল। এ নিয়ে তখন থেকেই উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গণপিটুনিতে ইজিবাইক চোর নিহত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৯ মে ॥ গণপিটুনিতে চরভদ্রাসনে ইজিবাইক চোর নিহত এবং অপর এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত হেলাল খাঁ (৩০) চরভদ্রাসন সদর ইউনিয়নের সবুল্লাহ শিকদারের ডাঙ্গী গ্রামের মোসলেম খাঁর ছেলে। একই ঘটনায় আহত খোকন মিয়া (৪৮) কে আটক করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ঢাকা শহরের খিলগাঁও এলাকার বাসিন্দা মান্নান মিয়ার ছেলে। উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামের বাসিন্দা ইজিবাইক মালিক বাবুল খাঁ জানায়, বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে পাশের গাজীরটেক ইউনিয়নের তেলেডাঙ্গী গ্রামের সাঈদ মোল্লার দোকানে ইজিবাইকটি চার্জ দেবার জন্য রেখে আসেন। রাত তিনটার দিকে তিন ব্যক্তি ইজিবাইকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে সেটি আটক করে। ওই সময় ইজিবাইকে চালকবেশে থাকা রহমান নামে এক যুবক জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলাল ও খোকন ধরা পড়ে। এ সময় জনতার পিটুনিতে হেলালের মৃত্যু হয়। পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম নাহিদা সুলতানা নাজমা (১৮)। শুক্রবার দুপুরে উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের সৈয়দ নগর মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বোয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বাবর জানান, নিহত নাজমা এলাকার কামরুল ইসলামের মেয়ে। বিকেল সাড়ে তিনটার দিকে এই কিশোরীকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন। পানিতে ডুবে ওই কিশোরীর মৃত্যু হয়েছে।
×