ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রড ছাড়া কালভার্ট ॥ তিন দিনেই ভেঙ্গে পড়ল

প্রকাশিত: ০৫:৪৩, ২০ মে ২০১৭

রড ছাড়া কালভার্ট ॥ তিন দিনেই  ভেঙ্গে পড়ল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ মে ॥ পতœীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদের নাদৌড়-বেংডোম সড়কে দুটি কালভার্টের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রড ছাড়াই নিম্নমানের ইটের খোয়া ও সিমেন্ট ব্যবহার করায় নির্মাণের মাত্র ৩ দিনের মাথায় ভেঙ্গে পড়েছে একটি কালভার্ট। এ ঘটনায় স্থানীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বইছে আলোচনা সমালোচনার ঝড়। এলাকাবাসী জানায়, এলজিইডির তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা কালভার্ট দুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। চলতি অর্থবছরের এপ্রিল মাসে পতœীতলার এই গ্রামীণ সড়কটিতে দুটি কালভার্টের নির্মাণ কাজ আরম্ভ করা হয়। কাজটি বাস্তবায়ন করেছে নজিপুর ইউনিয়ন পরিষদ। গ্রামবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগের একজন তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের উপস্থিতিতেই কালভার্ট দুটির নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমাকে না জানিয়েই একটি কালভার্টের ঢালাইয়ের কাজ শেষ করেছেন ইউপি সদস্য। কাজটি করার পরপরই তা ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে পতœীতলা উপজেলা এলজিইডি প্রকৌশলী তোফায়েল আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কালভার্টটি পুনঃঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।
×