ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রোমা মাস্টার্সের তৃতীয় পর্বে নাদাল

প্রকাশিত: ০৬:২০, ১৯ মে ২০১৭

রোমা মাস্টার্সের তৃতীয় পর্বে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ হাঁটুর ইনজুরির কারণে রোম মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নেন স্পেনের নিকোলাস এ্যালমাগ্রো। আর তাতেই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করে ফেলেন তারই স্বদেশী রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছেন এ্যালমাগ্রো। কিন্তু দুর্ভাগ্য তার। তিনবারই নাদালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তিনি। ফরাসী ওপেনেরই প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত রোম মাস্টার্স। এখানেও দ্বিতীয় রাউন্ডে দেখা হয়ে যায় তাদের। দ্বিতীয় রাউন্ডের প্রথম সেটে নাদাল ৩-০ ব্যবধানে এগিয়ে যান। এরপর মাত্র ২৪ মিনিট স্থায়ী হওয়া ম্যাচ থেকে অবসর নিতে বাধ্য হন এ্যালমাগ্রো। এই নিয়ে রোমে ৫০তম জয় তুলে নিলেন নাদাল। চলতি বছরের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিওবা হেরে যান রজার ফেদেরারের কাছে। তবে ক্লে কোর্টে অপ্রতিরোধ্য এই স্প্যানিয়ার্ড। ইতোমধ্যেই মন্টে কার্লো, বার্সিলোনা ও সর্বশেষ মাদ্রিদ ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। যে কারণেই ক্লে কোর্টে বছরের চতুর্থ শিরোপার পথে অন্যতম দাবিদার এখন নাদাল। দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েই টুর্নামেন্টের চতুর্থ বাছাই নাদাল বলেন, ‘এখন পর্যন্ত আমার পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট। চলতি বছর আমি অনেকগুলো ম্যাচ জিতেছি। এখানে সবসময়ই উন্নতির জায়গা আছে। কিন্তু এখনই বলার সময় আসেনি যে কোন্টাতে আমি বেশি খইশ হই। সব টুর্নামেন্টে খেলতেই আমি সমান পছন্দ করি।’ নাদালের সাথে পরের রাউন্ড নিশ্চিত করেছেন জাপানের সপ্তম বাছাই কেই নিশিকোরি। দ্বিতীয় রাউন্ডে নিশিকোরি ৭-৫ এবং ৬-২ গেমের সরাসরি সেটে পরাজিত করেন রাফায়েল নাদালেরই স্বদেশী ডেভিড ফেরারকে।
×