ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভিয়েনায় আলোচনা সভা

প্রকাশিত: ০৬:০০, ১৯ মে ২০১৭

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভিয়েনায় আলোচনা সভা

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেট হলে বুধবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। বক্তব্য রাখেনÑ সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহি দাস সাহা, সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল প্রমুখ। অনুষ্ঠানে এম নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর খুনীচক্রের জবরদস্তি শাসনের যাঁতাকলে যখন পিষ্ট মানুষ, পিষ্ট গণতন্ত্র, তখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বদেশে এলেন মুক্তিকামী মানুষের মুক্তির প্রতীক হয়ে।’ খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, জননেত্রী শেখ হাসিনার বিজ্ঞ নেতৃত্বে বাংলাদেশে আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। -বিজ্ঞপ্তি অতিথিদের সঙ্গ দিতে ফ্রান্সের অবকাশ নগরী কানে বুধবার শুরু হয়েছে ৭০তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। সেখানে আগত অতিথিদের জন্য নির্ধারিত ‘সান বাথের’ জায়গার কাছেই শান্ত ভঙ্গিতে বসে আছে সীগাল। -এএফপি সবচেয়ে দামী হীরক এক কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে হৃৎপি- আকৃতির এক খ- হীরা। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা। হৃৎপি- আকৃতির এই হীরার মূল্য অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার জেনেভায় এক নিলামে এটি বিক্রি হয়। -এএফপি
×