ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে চিকনগুনিয়া জ্বর নিয়ে সেমিনার ২১ মে

প্রকাশিত: ০৭:৫৬, ১৮ মে ২০১৭

বিএসএমএমইউতে চিকনগুনিয়া জ্বর নিয়ে সেমিনার ২১ মে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চিকনগুনিয়া জ্বর নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার আগামী ২১ মে রবিবার এ বিশ্ববিদ্যায়ের এ ব্লকের দ্বিতীয় তলার অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সমন্বিত গবেষণার গবেষণার মাধ্যমে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য ব্যবস্থায় অদূর ভবিষ্যতে আমূল পরিবর্তন আনা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডাঃ মিল্টন হলে ‘সমন্বিত গবেষণার প্রয়াস উন্মোচন : শিক্ষা প্রতিষ্ঠান-বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি-এর যৌথ উদ্যোগ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এস্টাবলিসমেন্ট অব এ সেন্টার ফর এডভান্সড বায়োমেডিক্যাল বিসার্চের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান। ডায়াবেটিস বিষয়ক সেমিনার মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে রমজানকে সামনে রেখে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে ‘রোজায় ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের ব্যবস্থাপনা বিষয়ক’ একটি জনগুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান। -বিজ্ঞপ্তি
×