ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিসবাহ-ইউনুসকে প্রেরণা বললেন যুবরাজ

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মে ২০১৭

মিসবাহ-ইউনুসকে প্রেরণা বললেন যুবরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-পাকিস্তান। সাপে-নেউলে দুটি নাম। ভূ-রাজনীতিতে প্রতিবেশী দেশ দুটি যেন চিরশত্রু। কিন্তু ক্রিকেট তো আর রাজনীতি নয়। ওয়াসিম আকরাম-শহীদ আফ্রিদির মুখে ভারত বন্দনার কথা প্রায়ই শোনা যায়। এবার সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পাকিস্তানের দুই ক্রিকেটার মিসবাহ উল হক ও ইউনুস খানে মুগ্ধতার কথা জানালেন শত্রুদেশ ভারতীয় তারকা যুবরাজ সিং। দেশটির ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক তার টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের দুই গ্রেট ক্রিকেটারকে বিদায়। খেলাটির প্রতি মিসবাহ ও ইউনুসের অবদান আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মানুষ হিসেবেও তারা অসাধারণ।’ দু’জনের বিপক্ষে দীর্ঘদিন খেলেছেন যুবরাজ। মাঠে দেখা হয়েছে। ইউনুস খানের বিপক্ষে বেশি খেলা হয়েছে পাঞ্জাবের যুবরাজের। খুব কাছ থেকে চেনেন তাকে। ওয়েস্ট ইন্ডিজে তৃতীয় টেস্টের শেষ মুহূর্তের জয়ে হাসিমুখে ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের দুই তারকা। অনুভূতি জানিয়ে মিসবাহ বলেছেন, ‘অসাধারণ। এর থেকে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না। অনেক কিছু ম্যাচের শেষ মুহূর্তে হচ্ছিল। ক্যাচ মিস হয়েছে, এলবিডাব্লিউর আপীল, নো বল... সবমিলিয়ে মনে হচ্ছিল ম্যাচ আমাদের পক্ষে আসছিল না। কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। আমি নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে চাই। সতীর্থদেরও। পাকিস্তানের সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। তাদের ছাড়া এক মুহূর্ত চলাও অসম্ভব ছিল।’ চ্যাম্পিয়ন্স ট্রফির পর উইন্ডিজ সফরে ভারত স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি২০ খেলতে জুন-জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই ক্যারিবীয় দ্বীপে সফর করবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ১৮ জুন। শিরোপা নির্ধারণী ওই ম্যাচের পর আগামী ২৩ জুন নিজেদের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচটি হবে ত্রিনিদাদে। কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলবে দু’দল। এরপর তৃতীয় ও চতুর্থ ম্যাচটি খেলতে এ্যান্টিগায় যাবে তারা। স্যাবাইনা পার্কে ৬ জুলাই শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ৯ জুলাই একমাত্র টি২০ ম্যাচে স্বাগতিকদের আতিথ্য নেবে বিরাট কোহলির ভারত। ২০১৩ সালের পর ভারতের বিপক্ষে এটা চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট, ওডিআই এবং টি২০ সিরিজ খেলতে এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারতীয় দল। র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে না পারায় ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এই আসর চলাকালীন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এরপরই শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে ক্যারিবীয়রা।
×