ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এমপি ৩-এ আর বাজবে না গান!

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ মে ২০১৭

এমপি ৩-এ আর বাজবে না গান!

দিন বদলেছে, আসছে নতুন নতুন প্রযুক্তি। ফ্লপি আর সিডির দিনগুলোকে পেরিয়ে নতুন আবিষ্কার মন কেড়েছে মানুষের। হাজার হাজার গান অবলীলায় এঁটে যায় ছোট্ট একটি চিপে। কানে হেডফোন হোক বা লাউডস্পিকার, পছন্দের গানে মুহূর্তে মন ভাল হয়ে যাওয়া। শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় সেই অডিও ফরম্যাটই ‘এমপি ৩’ এবার উঠে যেতে চলেছে বাজার থেকে। ডিজিটাল অডিও ফরম্যাটের সৃষ্টিকর্তা ফ্রাউনহোফের আইআইএসের পক্ষ থেকে সম্প্রতি এ খবরের সত্যতা স্বীকার করে নেয়া হয়েছে। এই সংস্থা থেকে জানানো হয়েছে, বাজারে উন্নত ফিচারসহ প্রচুর নতুন ফরম্যাট এসেছে। যেগুলো এমপি ৩-র তুলনায় অনেক কর্মক্ষম। এমপি ৩ এখনও শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হলেও গুণমানের দিক দিয়ে তা অনেকটাই পিছিয়ে পড়েছে। এখন স্ট্রিমিং, টিভি-রেডিও ব্রডকাস্টিংয়ের জন্য আইএসও-এমপেগ কোড ব্যবহার করা হয়। যেমন: এ্যাডভান্স অডিও কোডিং (এএসি)। পরবর্তীতে আরও উন্নত ফরম্যাট এমপেগ-এইচ আসবে বাজারে। যা শ্রোতাদের কাছে অডিওকে আরও গ্রহণযোগ্য করে তুলছে। সংস্থার দাবি, শ্রোতাদের গান শোনার অভিজ্ঞতা যাতে আরও উন্নত এবং আরামদায়ক হয় সেই কথা মাথায় রেখেই এমপি ৩-কে বাজার থেকে উঠিয়ে দেয়ার মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯৯৩-এ প্রথম বাজারে এসেছিল এই অডিও ফরম্যাট। কম্পিউটার থেকে ল্যাপটপ, মুঠোফোন থেকে আইপ্যাড এদের স্মৃতি ভরে উঠত হাজার হাজার পছন্দের গানের সম্ভারে। ১৯৯৭-এ ইউনএ্যাম্প (মিডিয়া প্লেয়ার) আসার পর থেকে এমপি ৩ গান ডাউনলোড করার প্রবণতা এক লাফে বেড়ে যায় কয়েক গুণ। এরপর ১৯৯৯-এ বাজারে আসে ন্যাপস্টির। যা ডাউনলোড পদ্ধতিকে আরও সহজ করে তোলে। ২৪ বছর অক্লান্তভাবে পরিষেবা দেয়ার পর অবশেষে বাজার থেকে পাততাড়ি গুটাতে চলেছে নস্টালজিয়ার আর এক নাম এমপি ৩। -সূত্র: ইয়াহু নিউজ
×