ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএস-বাংলা এয়ারলাইন্স

আন্তর্জাতিক রুট পরিচালনার বর্ষপূর্তি পালন

প্রকাশিত: ০৮:১৯, ১৬ মে ২০১৭

আন্তর্জাতিক রুট পরিচালনার বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক রুট পরিচালনার বর্ষপূর্তি পালন করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। গত বছরের ১৫ মে ঢাকা থেকে কাঠমা-ু রুটের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। সপ্তাহে ঢাকা-কাঠমা-ু রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। গত এক বছরে কাঠমা-ু রুটে সিডিউল অনুযায়ী শতভাগ ফ্লাইট পরিচালনা করেছে। আবহাওয়াজনিত কারণ ছাড়া সকল ফ্লাইট ছিল অন-টাইম। ঢাকা-কাঠমা-ু রুটের ধারাবাহিকতায় গত এক বছরে ঢাকা থেকে কলকাতা, মাস্কাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাঙ্কক এবং চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট রুটে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শীঘ্রই ঢাকা থেকে দোহা, গুয়াংজু, দাম্মাম, রিয়াদ, জেদ্দা, চেন্নাই, হংকং, আবুধাবী ও পারো রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলা’র বিমান বহরে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০সহ মোট ছয়টি এয়ারক্রাফট রয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে আরও দুইটি বোয়িং ৭৩৭-৮০০ ও একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
×