ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মিনু-বুলবুল গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ০৫:৫২, ১৬ মে ২০১৭

রাজশাহীতে মিনু-বুলবুল গ্রুপের সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে মহানগর বিএনপির কর্মী সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিকেলে ৫টার দিকে নগরীর পাঠান পাড়ার উত্তরা কমিনিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদল ও ছাত্রদল নেতাদের মঞ্চে উঠাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে কমিউনিটি সেন্টারের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। যা কমিউনিটি সেন্টারের বাইরেও ছড়িয়ে পড়ে। মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাবেক সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গ্রুপের মধ্যে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বুলবুলপন্থীর কয়েকজন কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করতে দেখা গেছে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে বিকেল ৪টার দিকে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে কর্মী সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও নগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলের নেতৃবৃন্দ।
×