ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশন ও সেমিনার

প্রকাশিত: ০৩:৩৭, ১৬ মে ২০১৭

ভারতীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশন ও সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীদমন ও দেশের উন্নয়নে বিশ্বকে অবাক করেছেন’ শীর্ষক সেমিনার ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আমজনতা খেলাফত পার্টির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত ‘শিশির বিন্দু’ সংগঠনের দলনেতা বাচিক শিল্পী জয়ন্তী আচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় লোকসঙ্গীত শিল্পী গৌতম দে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ¯িœগ্ধা মিত্র মুখার্জি, বাচিক শিল্পী ঝর্ণা বাড়ৈ, সঙ্গীতশিল্পী কাজরী গুহ ও মৌসুমী নাথ। আমজনতা খেলাফত পার্টির চেয়ারম্যান সৈয়্যদানা অ. আ. ম. হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পন্টু। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ভাষা আন্দোলন চর্চা ও ভাষা জাদুঘরের নির্বাহী পরিচালক এম আর মাহবুব।
×