ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পাঁচ মিনিটে পূর্ণ চার্জ স্মার্টফোনের ব্যাটারি

প্রকাশিত: ০৫:৫১, ১৪ মে ২০১৭

পাঁচ মিনিটে পূর্ণ চার্জ স্মার্টফোনের ব্যাটারি

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। যারা স্মর্টফোনের চার্জ দিতে দিতে ক্লান্ত তাদের জন্য বাজারে আসছে এক নয়া প্রযুক্তি। ইসরাইলী বিজ্ঞানীরা এমন এক স্মার্টফোনের ব্যাটারি তৈরি করছে যা পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র পাঁচ মিনিট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আগামী বছরই গ্রাহকরা এই প্রযুক্তির স্বাদ উপভোগ করতে পারবেন। লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমারস ইলেক্ট্রনিক শো-তে প্রথমবারের মতো এই প্রযুক্তি দেখায় ইসরাইলী স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্টোরডট। তাদের এই ব্যাটারি প্রযুক্তির নাম বলা হচ্ছে ফ্ল্যাশব্যাটারি। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডোরেন মেয়ারসডর্ফ বলেন, ২০১৮ সালের শুরুর দিকেই এই ব্যাটারির উৎপাদন শুরু হতে পারে। -বিবিসি অবলম্বনে।
×