ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে নব্য জেএমবির সামরিক কমান্ডার রাজিব রিমান্ডে

প্রকাশিত: ০৬:০৯, ১০ মে ২০১৭

দিনাজপুরে নব্য জেএমবির সামরিক কমান্ডার রাজিব রিমান্ডে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নব্য জেএমবির সামরিক কমান্ডার রাজিব ওরফে জাহাঙ্গীর আলমকে জেলা ইসকন মন্দির কমিটির সভাপতি ডাঃ বীরেন্দ্র নাথ রায়কে গুলি করে হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মঙ্গলবার সকালে এই শীর্ষ নব্য জেএমবির সামরিক কমান্ডার রাজিব গান্ধীকে জেলা কারাগার থেকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, জেলা ইসকন মন্দির কমিটির সভাপতি চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের ডাঃ বীরেন্দ্র নাথ রায়কে (৫৫) গত ২০১৫ সালের ৩০ নবেম্বর রাত সাড়ে ১১টায় বাড়ি ফেরার পথে রাস্তায় জেএমবি সদস্য তার ওপর গুলিবর্ষণ করে। বীরেন্দ্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই মামলায় জেএমবির এসহার সদস্য শরিফুল ইসলাম ড্যানিস ও খন্দকার মোসাব্বিরুল আলম প্রিন্সসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী নব্য জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রাঘবপুর গ্রামের ওসমান গনির পুত্র রাজিবের জড়িত থাকার তথ্য প্রকাশ পায়।
×