ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন ইফাআলপা’র সহসভাপতি

প্রকাশিত: ০৫:৪৮, ১০ মে ২০১৭

বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন ইফাআলপা’র সহসভাপতি

কানাডার মন্ট্রিয়ালে ৬ মে অনুষ্ঠিত বিশ্ব বৈমানিকদের ৭২তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী সারাবিশ্বের ৫৫০ প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি ভোটে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ এ্যাসোসিয়েশনের (ইফাআলপা) এশিয়া/প্যাসিফিক অঞ্চলের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজের বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। উপহাদেশের কোন বৈমানিক এই প্রথমবারের মতো বিশ্ব বৈমানিকদের জন্য নির্দিষ্ট এ পদ প্রাপ্ত হলেন। মন্ট্রিয়েল, কানাডা ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ এ্যাসোসিয়েশন (ইফাআলপা) জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান “ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ইকাও)” এবং “ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)” কর্মকা-ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। -বিজ্ঞপ্তি
×