ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড বটে!

প্রকাশিত: ০৬:০৬, ৯ মে ২০১৭

রেকর্ড বটে!

৫৩ বছর বয়সী ফরাসী নাগরিক প্যাসকল পিচ। একজন পেশাদার ক্রীড়াবিদ। রেকর্ড ভাঙ্গা ও গড়া তার শখে পরিণত হয়েছে। বিভিন্ন বিভাগে তার অন্তত ১০টি রেকর্ড রয়েছে। তবে তার এবারের রেকর্ডটি হতে যাচ্ছে ব্যতিক্রমী। তিনি পণ করেছেন, একটি সাধারণ সাইকেলে দ্রুততম সময়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন। এ জন্য দিনে মাত্র ৩ ঘণ্টা ঘুমাবেন আর বাকি সময় সাইকেল চালাবেন প্যাসকল পিচ। তিনি বলেন, রেকর্ড গড়া সত্যিই রোমাঞ্চকর। আমি এই রেকর্ডটি গড়তে মুখিয়ে আছি। এর আগে মাত্র ছয় দিনে একটি সাধারণমানের সাইকেল দিয়ে সবোচ্চ দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়েন প্যাসকল। ওই সময় দিনে গড়ে ৬শ’ কিলোমিটার করে দূরত্ব অতিক্রম করেন তিনি। এই কঠোর চ্যালেঞ্জের ঘোষণা দিয়ে সম্প্রতি প্যাসকল পিচ বলেন, সাইকেল চালানো শারীরিক ও মানসিক দিক দিয়ে একটি কঠিন কাজ। অনেক সময় ঝড়োবাতাস ও বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তবে, আমি মানসিকভাবে শক্ত। এবারও এই চ্যালেঞ্জে আমি জিততে চাই। তিনি বলেন, প্রমাণ করতে চাই এ বয়সেও আমি দৃঢ়চেতা ও রেকর্ড গড়তে সক্ষম।-অডিটিসেন্ট্রাল অবলম্বনে।
×