ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে সংঘর্ষে আহত ১২

প্রকাশিত: ০৫:১৪, ৯ মে ২০১৭

রূপগঞ্জে সংঘর্ষে আহত ১২

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের তিন দফা ধাওয়া পাল্টাধাওয়া, হামলা, ভাংচুর, লুটপাট ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের একটি অস্থায়ী কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার তেতলাবো খালপাড় এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তেতলাবো এলাকার আওয়ামী লীগ নেতা ও কাদির বাহিনীর প্রধান আব্দুল কাদির নিজ এলাকাসহ আশপাশের এলাকায় সরকারী-বেসরকারী জমি জবরদখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- করে আসছে। গণধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের অভয়নগরের ভাটপাড়া গ্রামের ধর্ষণের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা করে অর্থদ- দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- অভয়নগর গ্রামের জব্বার গাজী ও বানিপুর গ্রামের নজরুল ইসলাম শেখ। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দিয়েছেন। উল্লেখ্য, ২০০৩ সালের ১৩ এপ্রিলে ধর্ষণ করে নজরুল ও জব্বার। ওই নারীর মা বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেন। এপ্রিলে ৩৩ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ লাইন অপসারণ/সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। উপর্যুক্ত কার্যক্রমের আওতায় গত এপ্রিল ’১৭ মাসে ২টি শিল্প, ১টি বাণিজ্যিকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ২৪টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের প্রায় ৯০.৫৬ কি.মি. অবৈধ বিতরণ পাইপলাইনসহ ৩৩,৬০৯টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন/অপসারণ করা হয়। -বিজ্ঞপ্তি
×