ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসম গেল কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্যরা

প্রকাশিত: ০৩:৫৫, ৯ মে ২০১৭

অসম গেল কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্যরা

সংস্কৃতি ডেস্ক ॥ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ভারতের অসমের গোহাটি সহকারী হাই-কমিশনের ব্যবস্থাপনায় বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে অসমের রাজধানী গোহাটির উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় রওয়ানা দিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসরের ১৯ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল গোহাটিতে অনুষ্ঠিতব্য এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসামের মূখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।অনুষ্ঠানে খেলাঘরের শিশু-কিশোররা ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ শীর্ষক গীতি নৃত্যনাট্য মঞ্চস্থ করবেন। গৌহাটিতে বাংলাদেশ সহকারী হাই-কমিশনের এটিই প্রথম অনুষ্ঠান। প্রতিনিধি দলের সাফল্য কামনা করেছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার এবং সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। প্রতিনিধি দলের সাংস্কৃতিক সমন্বয়ক খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবুু। অন্য সদস্যরা হলেন গোবিন্দ বাগচী, রকিবা খান লুবা, অনিকেত আচার্য, সুবর্ণা আরফীন, আসিফ ইকবাল সৌরভ, সাজনিন তাসনিম সিদ্দিকী আলিসা, সামিয়া তাসনুভা ইদিতা, রাজিয়া সুলতানা, মাহমুদা হোসনা, জাহিদুল ইসলাম সানি, অদিত প্রভাত, নানজিবা এম রহমান, নন্দিনী কুন্ডু, আদ্রিতা গতি বৃষ্টি, মুবাশ্বিরা রহমান প্রীতি, সুমাইয়া বিনতে হাফিজ।
×