ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মাকে নিয়ে বোরহান বিশ্বাসের নতুন গান

প্রকাশিত: ০৩:৫৫, ৯ মে ২০১৭

মাকে নিয়ে বোরহান বিশ্বাসের নতুন গান

স্টাফ রিপোর্টার ॥ বোরহান বিশ্বাস পেশায় একজন সাংবাদিক। তবে এক সময় গান শিখেছেন। মাঝে মধ্যে শখের বসে সেই শেখাটাকে ঝালিয়ে নেন। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে থাকেন তিনি। তার গাওয়া বেশ কয়েকটি গান রেকর্ডও হয়েছে। এছাড়া গীতিকার হিসেবেও পরিচিতি আছে তার। আসছে মা দিবসকে সামনে রেখে নিজের লেখা ও সুুরে গান গাইলেন বোরহান বিশ্বাস। গানটির শিরোনামÑ ‘দৃষ্টির সীমায় না দেখে মা তোমায় দু’চোখ ভরে নোনা জলে’। সম্প্রতি নারিন্দার একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন ওয়াহেদ শাহীন। এ প্রসঙ্গে বোরহান বিশ্বাস বলেন, মায়ের স্মরণে গানটি লেখা ও সুর করা। ওয়াহেদ শাহীন খুব যতœ নিয়ে গানের কম্পোজিশন করেছেন। মিডিয়া প্ল্যান্ট থেকে গানটি রিলিজ হচ্ছে। বোরহান বিশ্বাস এর আগে ‘লোকাল ট্রেন’ ‘স্বপ্নের পৃথিবী’ ‘ভালবাসা এমনই তো হয়’ ও ‘দেশটা আমার মায়ের মত’ শিরোনামে নিজের লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন। তার লেখা ‘অফিস কলিগ’, ‘স্বপ্ন ঘুড়ি’ ‘যদি চলে যাবে’, ‘মন তুই’, ‘এলোরে বৈশাখ’, ‘সোনার বাংলাদেশ’ গানগুলো সময়ের বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন।
×