ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমি ফেরতের দাবিতে গাইবান্ধায় সাঁওতালদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৬, ৮ মে ২০১৭

জমি ফেরতের দাবিতে গাইবান্ধায় সাঁওতালদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ মে ॥ গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের পৈত্রিক জমি ফেরত ও সাঁওতাল পল্লীতে হামলা, আগুন, লুটপাট ও গুলি করে ৩ সাঁওতাল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচার দাবিতে রবিবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাঁওতালরা। দু’ঘণ্টাব্যাপী সাঁওতালরা গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটা মোড় থেকে চারাবটগাছ পর্যন্ত রাস্তার দু’ধারে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শত শত সাঁওতাল নারী-পুরুষ তীর-ধনুক, লাঠি, দেশীয় অস্ত্র ও ব্যানার, ফ্যাস্টুন নিয়ে অংশ নেয়। সাঁওতালরা মাদারপুরও জয়পুর থেকে বিক্ষোভ মিছিল করে মানববন্ধনে এসে মিলিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ত্রাণ কমিটির সভাপতি বার্নাবাস টুডু, সাঁওতাল নেতা রাফায়েল হাসদা, সুচিন্তা হেমব্রম প্রমুখ। বক্তারা বলেন, গত বছরের ৬ নবেম্বরে সাঁওতাল পল্লীতে হামলার ঘটনার পর গত সাত মাস ধরে সাঁওতালরা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত সাঁওতালদের বাপ-দাদার জমি ফেরতের জন্য সরকারের নিকট দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়।
×