ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে সুরক্ষিত মোবাইল

প্রকাশিত: ০৫:৪৬, ৬ মে ২০১৭

সবচেয়ে সুরক্ষিত মোবাইল

মোবাইল ফোনের সুরক্ষা নিয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তা দীর্ঘদিনের। ফোন চুরি গেলে বা হারিয়ে গেলে সবার আগে মাথায় ঘোরে ব্যক্তিগত তথ্য খোয়া যাওয়ার চিন্তা। ফোনের তথ্য সুরক্ষিত করতে প্যাটার্ন, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট, স্ক্যান এমনই নানা রকম লক সিস্টেম ব্যবহার করি আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, এ লক সিস্টেম ভাঙ্গা খুব একটা জটিল ব্যাপার নয়। তাহলে উপায়? এ সমস্যারই সমাধান করবে জন ম্যাকআফি নামের এক নয়া স্মার্টফোন। এমজিটি কর্পোরেশনের হাত ধরে বাজারে আসবে এ ফোন। কোম্পানির দাবি, এটিই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন। জেনে নেয়া যাক কী কী রয়েছে এ ফোনে? খবরে বলা হয়েছে, ফোনের ব্যাক কভারের পেছনে রয়েছে অসংখ্য ছোট সুইচ, যার সাহায্যে ফোনের ব্যাটারি, ওয়াই-ফাই এ্যান্টেনা, ক্যামেরা, মাইক্রোফোন সবই ফোন থেকে আলাদা করে দেয়া যাবে। তবে ঠিক কিভাবে এটি ফোনের সুরক্ষায় কাজ করবে তা আপাতত খোলাসা করা হয়নি। ফোনটির প্রাথমিক দাম ধরা হয়েছে ১১শ’ ডলার। আগামী মাসেই এটি বাজারে আসতে পারে। -টেকট্রি অবলম্বনে।
×