ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বোর্ডে গুণগত মানে অবনমন

প্রকাশিত: ০৩:৫৪, ৫ মে ২০১৭

চট্টগ্রাম বোর্ডে গুণগত মানে অবনমন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার এবং গুণগত মান দুটিই কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত ২০১৭ সালের এসএসসির রেজাল্টে এবার চট্টগ্রামের পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ, যা গত বছর ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ। এবার জিপিএ-৫ কমেছে ১৫৮। তবে সামগ্রিকভাবে ফলাফল সন্তোষজনক বলে অভিমত শিক্ষা বোর্ডের। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ হাজার ১১১টি স্কুলের ১ লাখ ১৭ হাজার ৮৯৭ শিক্ষার্থী এসএসসিতে অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয় ৯৯ হাজার ২২ জন। এবার জিপিএ-৫ অর্জন করেছে ৮ হাজার ৩৪৪ জন। গত বছর সর্বোচ্চ এই গ্রেডে উত্তীর্ণ হয়েছিল ৮ হাজার ৫০২ জন। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক অর্থাৎ সকল বিভাগেই এ বছর পাসের হার কমেছে। প্রকাশিত ফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে এবার পাসের হার ৯২ দশমিক ০৭ শতাংশ। গত বছর ছিল ৯৫ দশমিক ৯১ শতাংশ। ব্যবসায় শিক্ষায় পাসের হার এবার ৮৬ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯১ দশমিক ৬২ শতাংশ। মানবিক বিভাগে এবার উত্তীর্ণ হয়েছে ৭৩ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ৮২ শতাংশ। পাসের গুণগত মান বিবেচিত হয় সর্বোচ্চ গ্রেড অর্থাৎ জিপিএ-৫ অর্জনের ভিত্তিতে। এক্ষেত্রেও এবার অবনমন ঘটেছে। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ অর্জন করেছে ৮ হাজার ৩৪৪ জন। আগের বছর ছিল ৮ হাজার ৫০২ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৩ জন। ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে যথাক্রমে ৮৬৮ এবং ৪৩ জন। বৃহস্পতিবার ফল প্রকাশের পর এ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, এ বছর বোর্ডের অধীনে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৬টি। একটি প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। সে প্রতিষ্ঠানটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট গার্লস হাইস্কুল। এ স্কুল থেকে ৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়। পরীক্ষায় পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, তিন পার্বত্য জেলায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবানে গণিত এবং ইংরেজী পরীক্ষায় অকৃতকার্যের হার বেশি। এর প্রভাব পড়েছে পুরো ফলাফলে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ভাল ফল বরাবরের মতো এবারও নগরীর দখলে। মহানগরীতে পাসের হার ৯২ দশমিক ১ শতাংশ। নগরী বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ। নগরীসহ চট্টগ্রাম জেলায় পাস করেছে ৮৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। এছাড়া বোর্ডের অধীনে কক্সবাজার জেলায় ৮৫ দশমিক ৯২, রাঙ্গামাটি জেলায় ৬৩ দশমিক ৫১, খাগড়াছড়ি জেলায় ৬২ দশমিক ৬৩ এবং বান্দরবান জেলায় ৭৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ অর্জনে সেরা ১০ ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ অর্জনে সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই চট্টগ্রাম মহানগরীতে। এগুলো হচ্ছে- কলেজিয়েট স্কুল (৪২৪ জন), সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয় (৩৫৭ জন), ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (২৮৪ জন), বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়-বাওয়া (২৮০ জন), নাসিরাবাদ বালক সরকারী উচ্চ বিদ্যালয় (২২২ জন), নৌবাহিনী স্কুল এ্যান্ড কলেজ (১৯৬ জন), চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৫ জন), চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় (১৯৩ জন), বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয় (১৬৪ জন) এবং কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় (১৩৪ জন)।
×