ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ব্যাপক প্রস্তুতি

বিএনপির সন্ত্রাস ও আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ

প্রকাশিত: ০৭:৫৭, ৪ মে ২০১৭

বিএনপির সন্ত্রাস ও আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে নির্বাচনী প্রচারের বিষয়বস্তুও চূড়ান্ত করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ দলটি। বিএনপি রাজনীতির নামে পেট্রোলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে যেভাবে পুড়িয়ে মেরেছে তার চিত্রসহ প্রমাণ জনগণের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে বিএনপির জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতার বিষয়টিও প্রচারে অগ্রাধিকার পাবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সোয়া আট বছরে বিভিন্ন ক্ষেত্রে দেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার হালনাগাদ তথ্যও জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের এসব বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ধানণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপ-পরিষদের সদস্য সচিব ড. হাছান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রব্বানী চিনু, সাংবাদিক কাশেম হুমায়ুন, কবি তারিক সুজাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিএনপি জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদী তৎপরতার তথ্য চিত্র নির্মাণ, আগামী ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশ ও উন্নয়নের তুলনামূলক চিত্র তৈরির জন্য তিনটি উপ-কমিটি করা হয়েছে বলেও জানানো হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদ দেয়া অব্যাহত রেখেছে। তাদের মদদ না পেলে জঙ্গী নির্মূল অনেক আগেই হতো। আর বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে এ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হবে। এসব বিষয় জনগণের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হবে। হাছান মাহমুদ বলেন, আগামী ২০ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ সভাকে সামনে রেখে বৈঠকে প্রচার ও প্রকাশনা পরিষদের প্রস্তুতিমূলক আলোচনা করা হয়েছে।
×